আমাদের কথা খুঁজে নিন

   

৩৫০০ কোটি টাকার ইউনিট বিক্রির অনুমোদন পেয়েছে বাংলাদেশ ফান্ড

সাড়ে তিন হাজার কোটি টাকার ইউনিট ফান্ড বিক্রির অনুমোদন পেয়েছে বাংলাদেশ ফান্ড। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশন (এসইসি) গত বৃহস্পতিবার এ অনুমোদন দিয়েছে। ফান্ডের উদ্যোক্তা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক ফায়েকুজ্জামান গতকাল কালের কণ্ঠকে বলেন, গত বৃহস্পতিবার এসইসি বাংলাদেশ ফান্ডের ইউনিট বিক্রির অনুমোদন দিয়েছে। এই ইউনিট বিক্রির জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিমন্ত্রণ করা হবে। তিনি বলেন, বিভিন্ন ব্যাংকের মাধ্যমে এই ফান্ড বিক্রি হবে।

বিশেষ ধরনের ওভার দ্য কাউন্টার মার্কেটের (ওটিসি) মাধ্যমে এ ইউনিট বিক্রি করা হবে। সরকার বিশেষ প্রণোদনা দিলে এ ফান্ডের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়বে। উল্লেখ্য, উদ্যোক্তাদের এক হাজার ৫০০ কোটি টাকা নিয়ে গত ৫ মে শেয়ার ক্রয় শুরু করে বাংলাদেশ ফান্ড। আগের দিন এসইসি এই ফান্ডের চূড়ান্ত অনুমোদন দেয়। গত ৯ মার্চ আইসিবিসহ রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংক এ ফান্ড গঠনের ঘোষণা দেয়।

পাঁচ হাজার কোটি টাকার এ ফান্ডে উদ্যোক্তারা এক হাজার ৫০০ কোটি টাকা দেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.