বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন পুরুষ স্নাইপ প্রায় ৪০০০ মাইল মাত্র তিনদিনে কোন খাদ্য পানি ছাড়াই উড়তে পারে । গবেষকরা স্নাইপের গায়ে ইলেক্ট্রিক্যাল চিপ লাগিয়ে এই পর্যবেক্ষণ করেছেন। তারা বলেন প্রানি জগতে এই স্নাইপরা অনেকের চেয়ে বেশি উড়তে পারে। যখন স্নাইপ মাইগ্রেট করে তখন তাদের উড়ার গতি প্রতি ঘণ্টায় ৬০ মাইল থাকে। যেসব সব পাখি মাইগ্রেট করে তাদের বেশিভাগই কোন জায়গায় থেমে বিশ্রাম বা দানা পানি গ্রহন করে। কিন্তু এই স্নাইপ অসাধারণ ভাবে বিরামহীন ভাবে উড়তে পারে। একবছর পরে পাখির গা থেকে ইলেক্ট্রিক ট্যাগ নামিয়ে দেখা যায় পাখিটি ৩৮৩৪ মাইল মাত্র তিন দিনে ভ্রমন করে ইউরোপ থেকে আফিকায় যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।