আমাদের কথা খুঁজে নিন

   

বান্দা হাজির ; পিয়াস করিমের টকশোতে শুভাগমন

অনেক দিন পর পিয়াস করিম চ্যানেল আইয়ে হাজির হলেন । তার বক্তব্যে ক্ষোভ ছিল, দুঃখ ছিল ,অবস্থা সামলে নেবার জন্য ভাষা ছিল সংযত কিন্তু তার এই সংযত বক্তব্যেও উনি উনার জাত চেনাতে ভুল করেননি । প্রথমেই উনি সাফাই গাইলেন ছাত্র জীবনে বামপন্থী রাজনীতি করেছেন কিন্তু আজকের বক্তব্যেও উনি প্রমান করলেন উনি জামাত রাজনীতির ধারক ও বাহক । মশিউর রহমান , আনোয়ার জাহিদও বামপন্থী রাজনীতি করেছে, কিন্তু তারাও মুক্তি যুদ্বের বিরোধী ছিল । অবশ্য তার দাদা কি রাজনীতি করেছেন সেটা ক্লিয়ার করলেন না ।

অনেক মানুষ মারা গেল , আনেক সম্পদের ক্ষতি হল , অনেক জায়গায় আগুন লাগানো হল সে জন্য পিয়াস করিম সরকারকে ব্যর্থ বলল । আমরা অবশ্যই সরকারকে সমালোচনা করব , কারন এসব কিছুর রক্ষার দায়িত্ব সরকারের । কিন্তু এসব কিছু যারা করল তাদের ব্যপারে সে কিছুই বলল না । বরঞ্চ তাদের সাফাই গাইলেন , কারন তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে । তারমতে যেহেতু জামাতের দেয়ালে পিঠ ঠেকে গেছে অতএব তাদের জন্য খুন হত্যা অগ্নিসংযোগ জায়েজ ।

পিয়াস করিম ক্ষুব্দ কারন শাহবাগের ব্যপারে মিডিয়া যথাযথ ভুমিকা পালন করেনি । তার মতে শাহবাগকে মিডিয়া হাই লাইটস করেছে , বেশী কাভারেজ দিয়েছে । আর শাহ বাগের তরুণরা যাদের প্রতি তার শ্রদ্বাবোধ আদি ও অকৃত্রিম তারা (ঐ একই চর্বিত চর্বণ )দেশের অপরাপর সমস্যা নিয়ে কোন কথা বলছে না । অনুষ্ঠানের অন্য আলোচক মেজর জেনারেল (অবঃ )আব্দুর রশিদ জামতের রাজনীতি নিষিদ্বে আমেরিকার ভুমিকা নিয়ে ব্যাখ্যা দিলেন যে কমিউনিজকে ঠেকানোর জন্য আমেরিকা একসময় ইসলাম ধর্ম ভিত্তিক দলগুলিকে সমর্থন দিত । কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে কমিউনিজমের পতনের পর তাদের প্রয়োজনীয়তা ফুরায় পক্ষান্তরে তারা উল্টে আমেরিকাকে কামড়ে ধরে ।

তাই ইসলামী দলগুলির প্রতি আমেরিকার মনোভাব নেতিবাচক । কিন্তু পিয়াস করিম কোন ব্যাখ্যা না দিয়ে তার সাথে দ্বিমত করে বললেন যে আমেরিকা জামাতকে সংসদে দেখতে চায় । পিয়াস করিম ক্ষুব্দ কারণ শাহবাগ তার সাথে অত্যন্ত সহিংস আচরণ করেছে , তার চামড়া তুলে নিতে চেয়েছে । আর বর্তমানে সে চিন্তিত শাহবাগ নাকি ক্রমান্বয়ে সহিংস হয়ে উঠছে যা বংলাদেশের জন্য অশনি সঙ্কেত । কিন্ত জামত যে এতদিন যাবত ধ্বংস যজ্ঞ চালাচ্ছে সে ব্যপারে সে নির্বিকার ।

দীর্ঘ একমাস শীতনিদ্রার পর তার বক্তব্য শুনে বলতে হয় কয়লা ধুলেও ময়লা যায় না । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।