আমাদের কথা খুঁজে নিন

   

আমায় দেখে ঐ ঊপরের বান্দা হাসে,,

"সোনার বাংলা রূপোর পালে ব্লগের হাওয়া লাগলো বলে, ঘুচল শিকল মুক্ত পাখির ফুটল বুলি যন্ত্রজালে।"

তুমি তীরে এসে এতটুকু আশ্বাস দাও যাতে আমি হতবিহ্ববল হয়ে যাই, আমার স্মৃতিরা কেদেঁ ফেলে আমার নোঙ্গর ছিড়েঁ যায়..... নিরবতায় আর যাই থাক, তুমি নেই,ফাগুন বুঝি ফেরারী, মৌসুমি নেই এখনও মরু তপ্ত, বনভূমি নেই,গভীর রাতের কাব্যরা আছে, ঘুমই নেই! জীবন হইলো ইটের ভাটা ধিকি ধিকি জ্বলে, সুখ যে আছে এই জীবনে কোন পাগলে বলে রে, কোন পাগলে বলে? বান্দা তাহার কষ্টে কাঁদে দুখের জ্বলে ভাসে, বান্দার দুখে উপরে বইসা ভগবানে হাসে রে, ভগবানে হাসে। সব কিছু সরব হয়ে উঠে , নীরবতার ঘোমটা এখন ছুড়ে দাও, পেরিয়ে যাক বন্ধ্যা নগরীর দেয়াল। কৃপাণ হাতে সজাগ, ঢুলু ঢুলু ঈশ্বর হাসেন অদৃষ্টের র্নিমম পরিহাস দেখে। মেঘের সীমানায় গাঢ় নীল পাড়ের আকাশী শাড়িতে সদা হাস্য ঈশ্বরীর চাল চুলোহীন বৃষ্টিতে নির্কাক সর্মপণ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।