আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গ নাস্তিকতা: নাস্তিকরাও তাহলে ঈমানদার বান্দা?

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

মূল আলোচনাটা ব্লগার রাসেল( .......) এর 'আস্তিক ভাইদের জন্য- আসুন জ্ঞানালোচনা করি' শিরোনামে করা পোস্টে মন্তব্য আকারে শুরু হয়েছিলো। মূল পোস্টের জিজ্ঞাসায় প্রাসঙ্গিক থাকার জন্য সেখানে আলোচনাটা না করে আলাদা পোস্টে শুরু করলাম। --- আমার মূল প্রশ্ন খুব সহজ এবং ছোট। তার আগে দু'টো বিষয় পরিষ্কার করে নেই- আস্তিকদের 'দাবীগুলো' যুক্তি ও প্রমাণ নির্ভর নয়। ইসলামে সৃষ্টিকর্তার প্রমাণ না পেয়ে বা সৃষ্টিকর্তাকে না দেখে বিশ্বাস করার নামই ঈমান।

নাস্তিকরা প্রমাণ ব্যতিত তারা কোন কিছু মেনে নিতে রাজী নয়। সবকিছু বিজ্ঞান ও যুক্তির নিরিখে যাচাই করেই তারা কোন কিছুকে সত্য বলে স্বীকার করতে চায়। এক কথায় নাস্তিকদের 'দাবীগুলো' যুক্তি ও প্রমাণ নির্ভর। এখন লক্ষনীয় বিষয় হচ্ছে, আস্তিকরা দাবী করে 'সৃষ্টিকর্তা আছে'। নাস্তিকরা দাবী করে 'সৃষ্টিকর্তা নাই'।

উল্লেখ্য সৃষ্টিকর্তা আছে কি নাই তা শক্তিশালী কোন যুক্তি বা বিজ্ঞান দিয়ে কখনো প্রমাণ করা যায়নি। যা প্রমাণ সাপেক্ষ বিষয় নয়, তা মেনে নেয়া মানে না জেনে মেনে নেয়া। আর কোন বিষয়কে না জেনে না দেখে মেনে নেয়াকেই বিশ্বাস বা ঈমান বলা হয়। তাহলে নাস্তিকরাও কি ঈমানদার বান্দা? --- ইসলাম গ্রুপে প্রকাশিত।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।