মানবাধিকার কর্মী শেয়ারবাজার কারসাজিতে জড়িত থাকার অভিযোগ পরোয়া করেন না অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আহম মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল। এ প্রসঙ্গে তিনি বলেছেন, আমার বিরুদ্ধে এমন অভিযোগ আগেও উঠেছে। সেই ১/১১’র সরকারের আমলেও আমার নামে নানা অভিযোগ আনা হয়েছিলো। অথচ সেই সময় কিন্তু দুর্নীতি মামলার মূল আসামি হয়েও আমি খালাস পেয়ে এসেছি। তাই আমি এসব অভিযোগের পরোয়া করি না।
বুধবার জাতীয় সংসদ ভবনে কমিটির ৩৬তম বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। কামাল বলেন,
আমি নির্দোষ এটা আমি বলবো না। কিন্তু পারলে প্রমাণ করুন।
তবেকি উঁনি আইনের চোখ ফাঁকি দিয়ে অপরাধ করেছেন, আর ক্ষমতার দাপটে হাতে তুরি দিয়ে হাসতে হাসতে পার পেয়ে যাবেন এটাই বুঝাতে চেয়েছেন ? উঁনি যাই বুঝাতে চান আমি তাই বুঝেছি। তবে আমিও বলে রাখি, আল্লাহ তা"আলা দাম্বিকতা পছন্দ করেন না।
সরকার যেন তাদের দ্রুত আইনে বিচার করেন অথবা করুন পরিনতির জন্য নিজেকে তৈরি রাখেন........।
:t:t:t
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।