আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষমতার সংজ্ঞার্থ কী?

মানুষের ভালোবাসাই তো মানুষের জন্য সবচেয়ে বড় শক্তি,সফল হওয়ার পেছনে। " মূলত ক্ষমতা বলতে আমি পদার্থ বিজ্ঞানের ক্ষমতাকে বুঝাচ্ছি না। আমি সেই ক্ষমতার কথাই বলছি যা শুধুই ব্যক্তিগত সম্পদ যা আপনি অর্জন করেছেন অথবা কারোর সাহায্যে অর্জিত হয়েছেন। আপনি ক্ষমতাবান মানুষ। আপনি প্রচন্ত প্রতাপশালী।

আপনার নিয়ন্ত্রনে অনেক ক্ষমতা আছে। আপনার ক্ষমতার জোরে আপনি ক্ষমতা দেখান। যেমন আপনার কাছে দশ ট্রাক আগ্নেয়াস্ত্র আছে। কিন্তু সাধারণ জনগনের কাছে তা নেই। আপনি ইচ্ছা করলেই আপনার ক্ষমতা দেখাতে পারেন।

কিন্তু আমি বলবো আপনার কোনো ক্ষমতা নেই। কারণ মানুষ আপনাকে ভয় পায়। আপনি সন্মানের কেউ না। ভয় দেখানো যদি ক্ষমতার সংজ্ঞার্থ হয় তাহলে বন্য পশুরাই সবচেয়ে ক্ষমতাবান। কারণ মানুষ তাদেরকে ভয় পায় বলেই চিড়িয়াখানায় খাঁচাবন্দি করে রাখে।

অনুরূপভাবে, আপনি চিন্তা করুন আপনার মোটেও ক্ষমতা নেই। আপনি চুনোপুঁটি। কিন্তু আপনি ফপরদালালি করতে ভালবাসেন। অনেকটা “ঢাল তলোয়ার নেই নাম তার নিধিরাম সরদার। “ আপনি আপনার গায়ের জোরে ক্ষমতা দেখাতে চান।

এক্ষেত্রেও আমি আপনাকে ক্ষমতাবান বলবো না। আপনি নিগৃহীত হবেন। হাসির পাত্রও হতে পারেন। এই যেমন আপনি যদি বাদাম বিক্রি করে ভাবেন আব্রাহান লিঙ্কনের মত দেশের প্রধানমন্ত্রী হবেন; তখন আপনাকে এক টুকরো তাচ্ছিল্য দেয়া ছাড়া আমার কাছে আর কিছুই নাই। তা হলে ক্ষমতার সংজ্ঞার্থ কী? আমার ব্যক্তিগত মতামত ও সুদূরপ্রসারী চিন্তাভাবনা যা বলে এই “ক্ষমতা” সম্পর্কে।

যারা মানুষের ভালবাসা অর্জন করতে পারে তাঁরাই সবচেয়ে ক্ষমতাবান। ক্ষমতা তাই যা দেখানো যায় না, অনুভব করে নিতে হয়। যেমন ধরুন আপনার প্লেটে অনেক খাবার আছে, আপনি সব না খেয়ে পাশের বাসার ভুক্ত থাকা মানুষটিকে খাওয়ালেন, আপনি তাহলে ক্ষমতাবান। আপনার পকেটে ব্যান্সনের প্যাকেট কেনার টাকা আছে। আপনি প্যাকেট না কিনে সেই টাকা কোনো এতিমখানার ফান্ডে দান করলেন, তাহলে আপনি অনেক ক্ষমতাবান; অন্তত আমার চোখে।

ক্ষমতাবান হওয়া কঠিন কিছুই না। মানুষ ইচ্ছা করলেই ক্ষমতাবান হতে পারে। ইচ্ছা করাটাও ক্ষমতার সংজ্ঞার্থের মাঝে পরে। আমি বাজি ধরে বলতে পারি, যেদিন এদেশের সব মানুষ ক্ষমতার সংজ্ঞার্থ বুঝতে পারবে, সেদিন থেকেই আমাদের দেশই হবে পৃথিবীর সবচেয়ে সুখের দেশ, সবচেয়ে প্রতাপশালী দেশ, স্বপ্নের দেশ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.