আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষমতার উপপাদ্য



গত 28 শে অক্টোবর দেশব্যপী যে নৃশংস হত্যাকান্ড,জ্বালাও-পোড়াও,লুটপাট করা হয়েছিল তা বিশ্ব বিবেক প্রত্য করেছে। ড.ইউনুস শান্তিতে নোবেল বিজয়ী হয়ে বিশ্বের দরবাওে বাংলাদেশের ভাবমযর্াদাকে যেমন উন্নত করেছিলেন এক দিনের ঘটনায় তা যেন ম্লান হয়ে গেছে। সারাবিশ্ব বুঝতে পারল নোবেল বিজয়ী ড.ইউনুসের দেশে আইনের শাসন নেই। গুটিকতক লোকের মতায় যাওয়ার অদম্য আগ্রহ দেশের মানুষের জন্য কাল হয়ে দাড়িয়েছে। অনুসারীরা নিমিষেই হত্যা করছে লগি-বৈঠার আঘাতে অন্য দলের নেতা কমর্ী ও সাধারণ মানুষকে। গণতন্ত্রের দাবীদার হয়েও অন্যের মত কে সহ্য করতে পারছেনা তারা । যুক্তির মাধ্যমে নিজস্ব মতকে তুলে না ধরে তার শক্তির রাজনীতি প্রদর্শন করছেন। ভুলে গেছেন তারা জনগণ ও নির্বাচন ই হচ্ছে মতা গ্রহণের একমাত্র উপপাদ্য। এই উপপাদ্য না মিলিয়ে মতায় যাওয়া যায়না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.