প্রত্যায়ক জুম্মা
হযরত আয়েশা (রা) কর্তৃক বর্নিত । তিনি বলেন, মুহাম্মদ (সাঃ)এর পরিজনবর্গ দৈনিক দুবেলা আহারের একবেলা খুরমা দ্বারাই কাটিয়ে দিতেন ।
হযরত আয়েশা (রা) কর্তৃক বর্নিত । তিনি বলে রাসূলুল্লাহ (সাঃ) এর শয্যা ছিলো চামড়ার তৈরি আর ভিতরে ছিলো খেজুর গাছের ছাল।
হযরত কাতাদাহ (রা) থেকে বর্নিত ।
তিনি বলেন আমরা আনাস ইবনে মালেকের নিকট গমন করলাম । তার পাচক তার নিকট দাড়ানো ছিলো । তিনি বললেন খাও । আমি জানি না নবী করীম (সাঃ) পাতলা রুটি দেখেছেন কিনা । এ অবস্থায় তিনি আল্লাহর নিকট চলে গেলেন এবং কখনও (তিনি) ভুনা বকরীর গোশত দেখেন নি।
আল হাদীস বোখারী শরীফ
আজ আমাদের প্রধানমন্ত্রীরা, নেতারা কত বিলাসী জীবন যাপন করেন । কোন অভাবই তাদের স্পর্শ করে না । কত ক্ষমতা তাদের । অথচ তারা সন্তুষ্ট নয় । তাদের পৃথিবীর সব সম্পদ ক্ষমতা দিয়ে দিলেও তারা বলবে আরও চাই ।
ক্ষমতাই থাকার বা যাবার জন্য নেতারা কি না করছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।