আমাদের কথা খুঁজে নিন

   

আদিবাসীর আর্তনাদ

মাটি যদি মা-ই হয়, আমিও তোমারই সন্তান, মায়ের মতোই পূজা করি তোমার। হাজার বছরের ইতিহাস খুলে দেখ- তোমার এই সন্তান কখনো উৎশৃঙ্খল ছিল না, কখনো বিধ্বংসী পদ চিহ্ন রাখেনি তোমার আশীর্বাদে, তোমার কোলেই আমার প্রথম কান্না, তোমার কোলেই শেষ নিঃশ্বাস। তোমাকে সাজিয়েই হেসেছি তৃপ্তির হাসি, তোমাকে নিয়ে লেখা গান, গেয়েছি তোমারই সূরে, তোমাকেই আশ্রয় করে বেড়ে উঠে আমার সন্তান। মাটি যদি মা-ই হয়, আমিও তোমারই সন্তান, মায়ের তবে কেন এমন অবিচার? আমার পায়ে কেন শোষকের বিষাক্ত শিকল? দাউ দাউ করে আগুন কেন জ্বলে আমার ঘরে? আমার সন্তানের চোখে জল, তার হাতে অস্ত্র কেন? আমার আদুরে মেয়ে কেন হয় নিঃরুদ্ধেশ? আমার ভাইয়ের রক্তাক্ত লাশ কেন রাস্তায়? টেনে-হেঁচড়ে কেন নামানো হয় তোমার কোল হতে? মা, আমি তোমার কেমন সন্তান? মাটি যদি মা-ই হয়, আমিও তোমারই সন্তান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।