আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের বাংলাদেশীদের ঐতিহ্য বলে কি কিছুই নেই ?

কামরুল হাসান আমারা যারা দেশের বাহিরে থাকি তারা অনেকেই বিভিন্ন কালচারাল অনুষ্ঠানের অংশগ্রহন করে থাকি। আর এইসব অনুষ্ঠানের মুল উদ্দেশ্য থাকে বিভিন্ন সংস্কৃতিকে সবার সামনে তুলে ধরা এবং পরিচয় করিয়ে দেয়া। তেমনি একটি অনুষ্ঠানে গতকাল আমি উপস্থিত ছিলাম। ঐ অনুষ্ঠানে বিভিন্ন দেশে যেমন পোল্যান্ড, ইথিওপে, পাকিস্তান, ভারত, বাংলাদেশ সহ আরও অনেক প্রতিনিধি ছিল। অপেক্ষা করছিলাম বাংলাদেশের অংশটুকু দেখার জন্যে।

শুরু হল বাংলাদেশীদের পারর্ফমেন্স। প্লাটর্ফমটা ছিল এই রকম ২ জন পতকা নিয়ে নাড়ছিল পিছনে আর তার সামনে চলছিল একক/ডুয়েল নৃত্য। এইখানে বলে নেয়া ভাল সবাই ছিল শিশু শিল্পী এবং বাহিরে থাকে; আর যতটুকু শিখেছে টিভি, ইউটিউব আর বাবা মার কাছে দেখে। সব কিছুই ভাল লাগছিল কারন বিদেশের মাটিতে বাংলাদেশের কিছু দেখলেই ভাল লাগে। অনুষ্ঠানের একদম শেষের দিকে দেখলাম আরো একটি নৃত্য এর জন্যে আয়োজকদের কাছের অনুরোধ করছেন একজন বাঙালি নৃত্য শিল্পীর অভিভাবক।

(বলে নেই ঐ নৃত্য শিল্পী কিন্তু ভাড়া করা)। মনে করলাম হয়তো কোন ক্লাসিকাল বাংলা নাচ দেখব! কিন্তু একি!!!! মিউজিক তো দেখি “শিলা কি জাওানি”(হিন্দি গান) ধিক্কার ঐ অভিভাবককে এমন একটি গানের সাথে নৃত্যের অনুরোধের জন্যে। “বলি তুই কি অশিক্ষিত!!! টাকা দিয়া আইসস বইলা শিল্পীর নাম ডাক কামানোর জন্যে এমন কামডা করলি ?” দরকার কি তোর ওই হিন্দি গান সিলেক্ট করার ? তুই কি মনে করস দর্শকরা হগোলতে বোকা ? অবশ্য কি আর বলব যেই দেশের রুনা লায়লাকে দেশের মাটিতে আয়োজকদের চাপে অন্য ভাষায় গান(দামা দাম মাস্তে কালান্দার) গাইতে হয়, সেই তুলনায় বাহিরের কিছু আয়োজক একমন কাজটি করবেন এইটাই স্বাভাবিক। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.