উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা
ক্যনাডার জীবন যাত্রা একেক জনের কাছে একেক রকম। তবে আমার ধারনা যারা পেশাজীবি কোটায় ক্যনাডা অভিবাসী হিসেবে গিয়েছেন তাদের অধিকাংশই তাদের নুন্যতম লক্ষেই পৌঁছুতে পারেন নি। যার কারনে ক্যনাডা ছেড়ে আমি চলে এসেছি। বাইরে থেকে ক্যনাডা সুন্দর ল্যন্ড অফ অপরচুনিটির দেশ বলা হলেও, বাস্তবিক দিক থেকে অধিকাংশ পেশাজীবিদের জন্য ঐ স্লোগান একটি মরিচীকা।
কিন্তু যারা রিফিউজি হিসাবে ক্যনাডায় আগমন করেছেন, সোসালে থেকেছেন, সোসালে থেকে ছোট খাট ব্যবসা শুরু করেছেন, ঐ ব্যবসার মাধ্যমে অনেকেরই সাফল্য এসেছে।
এর মধ্যে বাংলাদেশী অধ্যুসিত এলাকায় মনোহরি দোকান বা গ্রোসারী দোকান(কাঁচা বাজার সহ) ।
উল্লেখযোগ্য। এর পরে রয়েছেন ট্যক্সিচালক ভাইগন, শুনেছি এই ট্যক্সিচালক ভাইদের মাসিক নগদ আয় তিন থেকে চার হাজার ক্যনাডিয় কলারে চলে যায়। এই দুই শ্রেনীর ব্যবসায়ীরা বেশ ভাল থাকেন বলে জানা যায় কারন নগদ আয়ের আয়কর ওনারা নিজেদের মত ম্যনেজ করতে পারেন।
একাউন্ট্যন্ট ও ব্যংকাররা বছর কয়েক আগেও ভাল ছিলেন, জানা যায় গত বছর থেকে তাদেরও পেশা অনুসারে কাজ পেতে বেশ বেগ পেতে হচ্ছে।
ক্যনাডা এসে পেশাজীবিরা নানা ধরনের কোর্স ও উচু স্তরে পড়াশুনা করেও লাগসই চাকুরী পাচ্ছেন না।
বাহ্যিক দিক থেকে ক্যনাডায় অসাম্প্রদায়িক মনে হলেও, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে ক্যনাডায় যথেস্ট পরিমানে সাম্প্রদায়িকতা বজায় রয়েছে। আমি নিজে যুক্তরাষ্ট্রে প্রকল্প প্রকৌশলী হিসেবে কাজ করলেও, ক্যনাডা যে পেশায় অভিবাসী হয়েছিলাম সেই পেশার কোন প্রতিষ্ঠানে বহু আবেদনেও নুন্যতম সাড়া পাওয়া যায় নি।
এছাড়াও প্রতি বছর ক্যনাডার জীবন যাত্রার ব্যয় প্রতি বছর প্রায় ৫% থেকে ১০% হারে বেড়েই চলছে কিন্তু দেশটির উল্লেখযোগ্য কোন প্রবৃদ্ধি নেই।
উদাহরন সরুপ বলতে পারি; টরন্টোতো একটি পাবলিক ট্রানসিট সংস্থা ।
এদের মাসিক টিকেট কি হারে ছয় বছরে বেড়েছে, তা থেকে জীবন যাত্রার ব্যয় বৃদ্ধির হার নির্ণয় করতে পারবেন।
২০০৩ সাল; মাসিক টিকেট এর হার ৮৫ডলার
২০০৪ সাল; মাসিক টিকেট এর হার ৯০ডলার
২০০৫ সাল; মাসিক টিকেট এর হার ৯৫ডলার
২০০৬ সাল; মাসিক টিকেট এর হার ৯৯ডলার
২০০৭ সাল; মাসিক টিকেট এর হার ৯৯ডলার
২০০৮ সাল; মাসিক টিকেট এর হার ১০৯ডলার
২০১০ সাল; মাসিক টিকেট এর হার ১২১ডলার
অনেক পেশাজীবি এখানে এসে এখন হতাশায় ভুগছেন, এদের মাঝে অনেক ডাক্তারও রয়েছেন। সুতরাং যারা ক্যনাডায় পেশাজীবি বিভাগে আসতে চান, অনেক খোঁজ - খবর নিয়ে আসবেন।
আমার ছ''বছর অবস্থান এ ক্যনাডাকে খুব একটা উন্নত দেশ মনে হয় নি।
যারা ক্যনাডার অভিবাসী ইন্জিনিয়ারদের সন্মন্ধে জানতে চান, নিচের লিংকটি দেখতে পারেন।
ক্যনাডায় অভিবাসী প্রকৌললীদের অবস্থান
View this link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।