ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক ব্যক্তি নিহত হয়েছেন। কানাইডাঙ্গা সীমান্তে শুক্রবার ভোররাতে নিহত এই ব্যক্তির নাম আনোয়ারুল ইসলাম (৩৫)। তিনি মহেশপুরের তেঁতুলতলা গ্রামের আবুল কাশেমের ছেলে। সীমান্তে বাংলাদেশিদের হত্যা বন্ধে ঢাকার পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হলেও নয়া দিল্লির প্রতিশ্রুতি মিললেও তা বন্ধ হয়নি। প্রতিনিয়ত সীমান্তে বাংলাদেশীরা বিএসফের হাতে হত্যার স্বীকার হচ্ছেন। এভাবে আর কত বাংলাদেশী হত্যার স্বীকার হবে? একটি বিষয় লক্ষণীয় ভারত ও পাকিস্তান বিশ্বে একে অন্যের শত্রু হিসেবে পরিচিত। ভারতে সঙ্গে পাকিস্তানের বিশাল সীমান্ত এলাকা থাকলেও কোন হতাহতের খবর পাওয়া যায়। অন্যদিকে ভারত ও বাংলাদেশ একে অপরকে সব সময় বন্ধু প্রতীম রাষ্ট্র হিসেবে মনে করলেও সীমান্তে বাংলাদেশীদের একটার পর একটা লাশ পড়ছে। সীমান্তে হত্যা বন্ধে বাংলাদেশের অতীতের কোন সরকার তেমন কার্যকরী পদক্ষেপ নিতে পারেনি। সুত্র : Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।