বেশ কিছুদিন ধরে আমি দেখছি অনন্ত জলিল কে নিয়ে হাসি-তামাশা কিংবা তার পক্ষে দুই একটি পোস্ট। ভাবলাম আমি একটু লিখি। বেশি কিছু বলব না। শুধু বলতে চাই লোকটি যদি হাস্যকর ভাবে উচ্চারণ করেও থাকে, তাহলে সমস্যা কি? সে কি চুরি করেছে? দুর্নীতির লিস্টে তার নাম আছে? আমরা এসব ব্যাপার যারা করে, তাদের নিয়ে হাসি না কেন? সেক্ষেত্রে তো আমাদের নিয়েই হাসা উচিত। ভারতে আলতাফ রাজা নামে একটা গায়ক ছিল, কিংবা এরকম ভারতেও অনেক হাস্যকর নায়ক কি আসে না? ওদের নিয়ে হাসা হয়? এই জিনিসটাই অসহ্য লাগছে। এইবার ক্ষ্যামা দেওয়া যায় না? বাংলাদেশীদের কি হাসির বস্তুর এতই অভাব?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।