আমাদের কথা খুঁজে নিন

   

শেয়ার কেলেঙ্কারি নিয়ে উত্তপ্ত সংসদ

noyhing শেয়ারবাজারের কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় জাতীয় সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন খোদ সরকারি দলের সাংসদেরা। আজ সোমবার বিকেলে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ক্ষমতাসীন মহাজোটের নেতৃত্বদানকারী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর শেখ ফজলুল করিম সেলিম কড়া ভাষায় অর্থমন্ত্রীর সমালোচনা করে আলোচনার সূত্রপাত করেন। শেখ ফজলুল করিম সেলিম বলেন, আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগ নামধারী কিছু লোক এ কর্মকাণ্ড ঘটাচ্ছেন। দু-একজনের জন্য সরকার বা আওয়ামী লীগ এর দায় নেবে না। অর্থমন্ত্রীর উদ্দেশে সাংসদ বলেন, ‘আওয়ামী লীগ কারও ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকার জনগণের সরকার। শেয়ার কারসাজির সঙ্গে যে-ই জড়িত থাকুক, সরকারি দলের কেউ জড়িত থাকলেও—তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিন। ’ এ সময় তিনি শেয়ারবাজার কারসাজির ঘটনা তদন্ত কমিটির প্রধান খন্দকার ইব্রাহীম খালেদের বিরুদ্ধে মামলা হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের আরেক সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, শেয়ারবাজার কারসাজির সঙ্গে জড়িতদের ধরতে হলে অর্থমন্ত্রীকে শর্ষের মধ্যেই ভূত খুঁজতে হবে। অর্থমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘শেয়ারবাজার কারসাজির ঘটনায় কোথায় দরবেশ, কোথায় ইমাম, কোথায় মোয়াজ্জিন আছে, খুঁজে বের করুন।

’ সাংসদদের বক্তব্যের সময় সংসদে উপস্থিত সাংসদেরা দফায় দফায় টেবিল চাপড়িয়ে সমর্থন জানান। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.