আমাদের কথা খুঁজে নিন

   

লিমন বিষয়ে তারেকের বক্তব্যে সায় সাহারার ??????????

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে পা হারানো কলেজছাত্র লিমন হোসেন ও তার বাবার সঙ্গে সন্ত্রাসীদের যোগাযোগ রয়েছে বলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারেক সিদ্দিকের কথা সরকারেরই বক্তব্য বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। আর তা তদন্ত প্রভাবিত করবে না বলেও মনে করছেন তিনি। মন্ত্রী রোববার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "উপদেষ্টার বক্তব্য সম্মানের সহিত দেখা উচিৎ এবং এ বক্তব্যকে সরকারি বক্তব্য হিসেবে গণ্য করতে হবে। " প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারেক আহমেদ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, সন্ত্রাসী বাহিনীর সঙ্গে লিমন ও তার বাবার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। "আমি শতভাগ নিশ্চিত করে বলতে পারি- লিমনকে লক্ষ্য করে গুলি করা হয়নি।

সন্ত্রাসী মোরশেদ জমাদ্দারকে ধরতে গেলে, লিমন দৌড়ে পালাতে যায়, তখন র‌্যাব সদস্যদের গুলি লিমনের পায়ে লাগে", বলেন তিনি। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা তারেকের এ বক্তব্য সরকারি তদন্ত কাজকে প্রভাবিত করবে বলে মনে করেন কি না- জানতে চাওয়া হলে সাহারা বলেন, "এ বক্তব্য তদন্ত প্রভাবিত করবে না। সময় এলে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। " লিমনের মামলা বিচারাধীন- স্বীকার করেই তিনি আরো বলেন, "যে কেউ এ মামলা নিয়ে বক্তব্য রাখতে পারেন, এতে তদন্ত কার্যক্রম বাধাগ্রস্ত হবে না। " উপদেষ্টা লিমনের বাবাকে কোন সন্ত্রাসী গোষ্ঠীর সহযোগী বুঝিয়েছেন- প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, "এ ব্যাপারে আমি বলতে বাধ্য নই।

" ঝালকাঠীর রাজাপুর উপজেলার জমাদ্দারহাটে গত ২৩ মার্চ রাতে গুলিবিদ্ধ হন লিমন। তার বাম পা কেটে ফেলতে হয়েছে। লিমনের দাবি, র‌্যাব ধরে নিয়ে তাকে গুলি করেছে। ওই ঘটনায় লিমনের বিরুদ্ধে দুটি মামলা করে র‌্যাব। অন্যদিকে লিমনের মা হেনুয়ারা বেগম গত ১০ এপ্রিল র‌্যাবের ছয় সদস্যের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা করেন।

ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির সঙ্গে সচিবালয়ে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা হয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এটি ছিলো মরিয়ার্টির বিদায়ী সাক্ষাৎ। মরিয়ার্টির সঙ্গে কী আলোচনা হয়েছে জানতে চাইলে মন্ত্রী বলেন, অতীতের মতো ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রের সাহায্য অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। রাঙামাটির বরকলে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) চার সদস্য নিহত হওয়ার বিষয়ে জানতে চাইলে এ বিষয়ে কিছু বলতে রাজি হননি মন্ত্রী। শনিবার পাহাড়িদের দুই সংগঠন জেএসএস ও ইউপিডিএফের সংঘাতে এ চার জন মারা যায়।

পার্বত্য শান্তিচুক্তিবিরোধী ইউপিডিএফ নিষিদ্ধ করার কথা সরকার ভাবছে কি না- জানতে চাইলে সাহারা বলেন, এ ধরনের কোনো পরিকল্পনা নেই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।