আমাদের কথা খুঁজে নিন

   

একজন লিমন ও আমাদের RAB!!


ইদানিং ব্লগে RAB বিদ্বেষী লেখালেখি প্রচুর দেখি। লিমনের ঘটনাটির ঘটে যাওয়ার পর তা অসহনীয় পর্যায়ে পৌছেছে। আমাদের শৃংখলা বাহিনীর মধ্যে আমার দেখা RAB এর আইন শৃংখলা নিয়ন্ত্রনে আনার ক্ষমতা ব্যপক। বর্তমানে একমাত্র RAB কেই সন্ত্রাসীরা সমীহ করে। RAB এর উপস্থিতি যে কোন সমস্যা/জটিলতা দ্রুত সমাধান হয়।

RAB যখন গঠিত হয়েছিলো তখন বাংলাদেশে সন্ত্রাসের অভয় আরণ্য হতে যাচ্ছিলো। সন্ত্রাসীদের লিষ্ট দির্ঘ হচ্ছিলো। RAB ঘঠনের পর একে একে সন্ত্রাসীদের পাকড়াও করায় দেশে বড় ধরনের বিপর্যয় হয়নি। RAB এই সফলতাকে অনেকে ছোট করার চেষ্টা করছেন যা কখনো কাম্য নয়। RAB এর এ সাফল্য অর্জন করতে গিয়ে দু একটা ভূল বোঝাবুঝি হয়েছে তা কিন্তু নয়।

সন্ত্রাসী ধরা সহজ কাজ নয়! সন্ত্রাসীদের ধরতে গিয়ে দু একজন ঘটনার শিকার হয়েছেন মাত্র। ছোট বেলায় দেখেছি পুকুরে শৌল, গজার মাছ রুই কাতলার পোনা খেয়ে ফেলতো বলে শৌল, গজার ধরার কি আপ্রান চেষ্টা। জাল দিয়ে অনকে চেষ্টা করার পর রাক্ষস শৌল, গজার ধরা পরতো। এগুলোকে ধরতে গিয়ে দু একটা রুই কাতলের পোনাও মারা পড়তো, খুব আফসোস করতাম। মুরব্বিরা বলতো আফসোস করছিস কেনো পুরো পুকুরের মাছতো বেচেঁ গেল।

প্লিজ আমাদের RAB বাহিনী আপনারা বড় বড় সন্ত্রাসী, চাঁদাবাজ,অন্যায়কারীদের গুরিয়ে দিন। গুরিয়ে দেয়ার সময় ভূলক্রমে যদি আমাকেও মেরে ফেলেন আমি প্রস্তুত, তবুও এ দেশের মানুষের সুখ শান্তিতে আপনাদের অবদান রেখে যান
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.