প্রতিদিন লিমনের ঘটনা ছাপা হচ্ছে পত্র-পত্রিকায় যা দেশবাসি জানেন । এতে আমার মনে প্রশ্ন জাগলো রাষ্ট্র আর লিমন প্যারালাল বা সমান, না হলে রাষ্ট্র কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর লিমনকে এত ভয় কেন? অপরাধীর শাস্তি হবে সে দলের কিংবা যে পদেরই হোক না কেন? এখানে রাষ্ট্র থাকবে নিরপেক্ষ এটাইতো হওয়ার কথা । বাস্তবে কিন্তু তা দেখা যাচ্ছে না । গতকাল বা তার আগের দিন খবরের কাগজে দেখলাম প্রধানমন্ত্রী দাবি করেছেন তিনি বিরুধীদলের নেত্রী অপেক্ষা ভাল । তার স্বপক্ষে তিনি বলেছেন তাদের সময় কোন কাজ হয় নাই এখন অনেক কাজ হচ্ছে কিন্তু কী কাজ করছেন তার সরকার ? সামান্য একজন নিরপরাধী লোককে সন্ত্রাসী বানিয়ে তার পায়ে গুলি করে তাকে আজীবনের জন্য পঙ্গ করে দিয়েছে ,এই কী সরকারের ভাল কাজ ? আবার তার বিরুদ্ধেই মামলা করেছে ? সংবিধানে নিয়ে এত আলোচনা সমালোচনা সংবিধানে তো লিখা আছে আইন সকলের জন্য সমান তাহলে লিমনকে সাহায্য করতে অসুবিধি কোথায় ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।