আচ্ছা দেখুনতো এ বাক্সগুলো কখনো চোখে পড়েছে কিনা? হয়তো পড়েছে নয়তো নয়! বাক্সগুলো সাধারনত বাস টার্মিনাল, লঞ্চঘাট, কাঁচাবাজর, মার্কেট, মসজিদ অথবা ব্যস্ত রাস্তার পার্শ্বে পিলারের সাথে সিকল বাধা থাকে বাক্সের মুখে তালাবদ্ধ। গায়ে লেখা কোন মাজারের নাম! এভাবেই একটি চক্র প্রশাসনের নাকের ডগায় হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা! ধর্মপ্রান লোকজন মানত করেই এ টাকা গুলো বাক্সে ফেলে কিন্তু তারা জানে না এসব টাকা মাজারের উন্নয়নেতো যায়ই না বরং কিছু অসৎ লোকের স্বার্থ সিদ্ধি হচ্ছে। কেউ কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে আয় করছে আর কেউ মাজারের নামে বাক্স বানিয়ে মাসে মাসে নিজের পকেট পুরছে, হায়রে আমার দেশ!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।