শুক্রবার সকালে উপজেলার কসবা গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গ্রামের রানা মিয়া ও ফারুক মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে সকাল ৭টায় উভয়পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়।
ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষ টেটা, ফিকল, বল্লমসহ বিভিন্ন দেশিয় অস্ত্র ব্যবহার করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় ৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয় বলে জানান নবীগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম।
ঘটনাস্থল থেকে পুলিশ ১৩ জনকে আটক করেছে।
আহত মালকাছ মিয়া (৩৭), আব্দুল আজিজ (৪৫), আব্দুল হান্নান (২৫), আরব আলী (৫০), আব্দুর রশিদ (৩৫) রিয়াজ উদ্দিন (৩০), সুমন মিয়া (২৫), আনহার মিয়া (৪০), সুবেল মিয়া (২৫) ও আলিম উদ্দিনকে (৩০) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া সুমন মিয়া (২৮) ও নূর আলী (২৫) সহ আরো কয়েকজনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।