আমাদের কথা খুঁজে নিন

   

হবিগঞ্জে পুলিশের গাড়ি ভাংচুর, আটক ২

বুধবার সকাল ১১টায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের শায়েস্তানগর এলাকায় এ ঘটনায় পুলিশ দুই যুবককে আটক করেছে।
এরা হলেন সদর উপজেলার পাইকপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে বাচ্চু মিয়া (২০) ও বাহুবলের দৌলতপুর গ্রামের আনসার আলীর ছেলে আলী আহমেদ (২৩)।
প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালের সমর্থনে বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা শহরের শায়েস্তানগর এলাকায় পিকেটিং করছিলেন।
বেলা ১১টায় কয়েজন পিকেটার পুলিশ বহনকারী একটি হিউম্যান হলার ও যাত্রীবাহী একটি সিএনজি  অটোরিকশা ভাংচুর করে।
সঙ্গে সঙ্গে পুলিশ পিকেটারদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয় এবং ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে।


সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সুদ্বীপ রায় বলেন, পিকেটাররা ভাংচুর করছিল। এছাড়া তারা পুলিশের উপর হামলার চেষ্টাও করেছে।
এদিকে  শহরের কোর্ট স্টেশন এলাকায় গাড়ি চলাচলে বাধা দেওয়াকে কেন্দ্র করে পিকেটারদের সঙ্গে  পরিবহন শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা শহরের কোর্ট স্টেশন এলাকায় পিকেটিং করছিলেন। এ সময় তারা একটি ট্যাক্সিকে বাধা দেয়।


এতে ট্যাক্সি ক্যাবের চালকের সঙ্গে পিকেটারদের বাকবিতণ্ডার  এক পর্যায়ে ট্যাক্সি ক্যাব চালকের পক্ষ নিয়ে কোর্টস্টেশন সংলগ্ন হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল এলাকার সকল গাড়ির শ্রমিক পিকেটারদের ধাওয়া করে। এ সময় পিকেটাররাও পাল্টা ধাওয়া করে।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর থানার ওসি মোজাম্মেল হক জানান, পিকেটাররা গাড়ি চলাচলে বাধা দেওয়ার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.