বালিশিরা ভ্যালির ফিনলে কোম্পানির মালিকানাধীন কামাইছড়া ও বালুছড়া চা বাগানে সোমবার থেকে শ্রমিকরা ধর্মঘট শুরু করে।
মঙ্গলবার চা শ্রমিকরা বাগানের সহকারী ব্যবস্থাপকের কার্যালয় ঘেরাও করে এবং তার পদত্যাগ দাবি করে।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা স্বপন সাঁওতাল বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকমকে জানান, ২০১২ সালের ১ সেপ্টেম্বর থেকে শ্রমিকদের দৈনিক মজুরি ৭ টাকা করে বৃদ্ধি পায়। সম্প্রতি বাগান কর্তপক্ষ ২০ মাসের বকেয়া বেতন পরিশোধের উদ্যোগ নেয়।
কিন্তু শ্রমিকদের কর্মদিন হিসাব করে বেতন কম হওয়ায় তারা কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে বিষয়টি সমাধানের আবেদন জানায়।
এরপরও বিষয়টি বিবেচনা না করায় তারা ধর্মঘটের ডাক দেয়।
প্রতক্ষ্যদর্শীরা জানান, মঙ্গলবার সকালে বিষয়টি নিষ্পত্তির জন্য শ্রীমঙ্গল চা শিল্প শ্রম কল্যাণ বিভাগের উপ-শ্রম পরিচালক গিয়াস উদ্দিন, বাগানের সহকারী ব্যবস্থাপক জাকির হোসেনসহ বাগান কর্তৃপক্ষ বাগান অফিসে গেলে শ্রমিকরা তাদের ঘেরাও করে এবং দুইঘণ্টা অবরুদ্ধ করে রাখে।
এ সময় তারা কামাইছড়া চা বাগান শ্রমিক পঞ্চায়েত সভাপতি বিমল ভরের সভাপতিত্বে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করে।
কামাইছড়া চা বাগানের সহকারী ব্যবস্থাপক জাকির হোসেন বলেন, বকেয়া বেতন নিয়ে কোনো সমস্যা নয়। শ্রমিকদের মধ্যে গ্রুপিংয়ের কারণে এক গ্রুপ এ ধর্মঘট ডাকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।