হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা সদরের মুসলিম কমিউনিটি সেন্টারে পুলিশ পাহারায় বৃন্দাবন সরকারি কলেজের সম্মান (দর্শন) প্রথম বর্ষের ছাত্রী রুনার (২১) বিয়ে সম্পন্ন হয়েছে। আজ সোমবার দুপুর দেড়টায় উপজেলা সদরের মুসলিম কমিউনিটি সেন্টারে এ বিয়ে সম্পন্ন হয়।
চুনারুঘাট উপজেলার গণকিরপাড় গ্রামের আব্দুল মালেকের মেয়ে নুরুন্নাহার রুনার সঙ্গে একই উপজেলার বাসুল্লা গ্রামের হুমায়ূন রশিদের ছেলে সাইদুর রহমান সায়িদের বিয়ের আয়োজন করা হয়।জানা যায়, চুনারুঘাট উপজেলার গণকিরপাড় গ্রামের আব্দুল মালেককে তালাক (ডিভোর্স) দিয়ে তার স্ত্রী মিনারা খাতুন মেয়ে নুরুন্নাহার রুনাকে নিয়ে বাবার বাড়ি একই উপজেলার গোবরখলা গ্রামে বসবাস করে আসছিলেন।
সম্প্রতি ঘরোয়া পরিবেশে একই উপজেলার বাসুল্লা গ্রামের হুমায়ূন রশিদের ছেলে সাইদুর রহমান সায়িদের সঙ্গে মেয়ে নুরুন্নাহার রুনার বিয়ের দিনক্ষণ ঠিক করেন মিনারা খাতুন। এ বিয়েতে রুনার বাবা আব্দুল মালেক ও তার লোকজন বাধা দিচ্ছে অভিযোগ এনে রুনা চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ দেন।
অভিযোগের ভিত্তিতে দুপুরে রুনাকে তার নানা বাড়ি গোবরখলা গ্রাম থেকে চুনারুঘাট উপজেলা সদরের মুসলিম কমিউনিটি সেন্টারে নিয়ে আসে পুলিশ। পরে বর সাইদুর রহমান সায়িদের সঙ্গে রুনার বিয়ে সম্পন্ন হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।