আমাদের কথা খুঁজে নিন

   

কিছু মানুষের কান্না, শোকের মাতম এবং আমার কিছু কথা, ভয় নেই ১ মাস পরই সব ভুলে যাবো

দুঃস্বপ্ন দেখি পৃথিবী থমকে গেছে, চোখ খোলার আগে ভাবি- জেগে যেন দেখি সব আগের মতোই আছে। এই লেখাটি ফেসবুকে পোস্ট করেছিলাম on Saturday, 05 June 2010 at 07:36। আজ টয়ের একটি পোস্টে অনুপ্রাণিত হয়ে সামুতেও দিলাম। পরপর দুই দিনে ঢাকায় বিল্ডিং ধ্বস এবং আগুনে পুড়ে দুটি পৃথক ঘটনায় শতাধিক লোক নিহত হওয়ার প্রেক্ষাপটে এটি লিখেছিলাম। গত দুই দিনে বিল্ডিং ধ্বসে এবং আগুন পোড়া মানুষদের বাচানোর জন্য এর বেশি কিছু করার ছিলনা, করতে পারছিনা, আমি লজ্জিত, মনে হয় আপনি ও তাই; কিন্তু আমাদের সরকার, প্রধানমন্ত্রী, মন্ত্রিবগ ও, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি লজ্জিত? মনে হয়না।

যে দাপট তারা দুর্ঘটনার পরে দেখাতে পারেন হাসপাতালে, শোক দিবস ঘোষনায়, তা দুর্ঘটনা প্রতিরোধের ব্যবস্থা করার সময় কেন দেখাতে পারেননা ! এক একটি জীবনের মূল্য ২০,০০০ টাকা ! সাবাস ! বাংলাদেশ সরকার জিন্দাবাদ !! গত পরশু ভবন ধ্বসে পড়ে শতাধিক নিহত, আর গতকাল আগুনে পুড়ে আরো শতাধিক ! অতপর তরিত্কর্মা মন্ত্রীদের আস্ফালন ! ২০,০০০ টাকা করে তাৎক্ষনিক ক্ষতিপূরণ ! অসাধারণ, বাহ বাহ !! মনে হচ্ছে এই জাতির জন্ম হয়েছে মহান নেতাদের শত্রুদের বিচার করার জন্য, আর তাদের ছেলে-মেয়ে বউ নাতি নাতনিদের মোসাহেবি করার জন্য; যে কোনো মূল্যে তা করতে সব সরকার জনগনের কাছে দায়বদ্ধ। এ ছাড়া বাদবাকি ফকির মিসকিন নিয়ে ভাবার সময় আছে নাকি দরকার আছে ! তারপর ও মাঝে মধ্যে লোক দেখানো কাজ তো কিছু করতেই হয়; না হলে আবার ওবামা-বুশরা রাগ করতে পারেন ! তা না হলে কে যায় এদের জন্য এত প্ল্যান করে বাস্তবায়ন করতে ! আবার মনিটরিং ! প্রশ্নই আসেনা ! রোগে-শোকে মরলে তো গেলই আর যদি পুড়ে মরে তাহলে ২০,০০০ টাকা করে দিলেই হবে। দেশের কত কোটি টাকা সাশ্রয় হচ্ছে ভাবতে পারেন ? মহামহি সেইসব বেক্তিদের বিকৃত ফটো কেউ আপলোড করলে ফেসবুক, আর আপত্তিকর (অথচ সত্য) ভিডিও আপলোড করে ইউটিউব এর মত জনপ্রিয় সাইট বন্ধ হয়ে যায় ঘন্টা ফুরানোর আগে, ক্ষমতায় আসার পর ১ বছরের মধ্যে পিতার হত্যার বিচার হয়, আর দুই দিনে পৃথক ঘটনায় ২০০ এর বেশি মানুষের মৃত্যু ! ব্যাপার না, এরকম তো আগেও হয়েছে, এটা আগের সরকারের ব্যর্থতা, আর তখন ক্ষতিপূরণ দেয়া হতো ৭,০০০ আর এখন দেয়া হচ্ছে ২০,০০০ টাক। ইনশা-আল্লাহ আবার হবে, আর পরেরবার সরকার ২৫,০০০ টাকা করে ক্ষতিপূরণ দিবে, কি মজা ! আসুন আমরা প্রস্তুতি নিতে থাকি; তারা তো আমাদের নেতা , তাদের মনবাঞ্চনা পূরণ করার জন্যই আমরা। যদি তা না হতো তা হলে তাদের ফ্ল্যাট গুলোও একই কায়দায় বানানো হতো ! তাদের কেউ কেউ ও পুড়ে মারা যেত (সরি শহীদ বলা উচিত ছিল হয়তো) আর তারা ও ২০,০০০ টাকা পেত ! আফসোস হয় আমাদের, মনে হয় আমরা কি ওনাদেরকে বঞ্চিত করছিনা ! ওনাদের ও তো এই টাকা তা পাবার অধিকার আছে তাইনা ? নেবেন কর্তৃপক্ষ ? প্লিজ ২০,০০০ টাকা নিননা ! আপনাদের পাওনা অধিকার পূরণ করে আমরা ধন্য হই ! অবশ্য আপনাদের আপত্তি থাকলে থাক, আপনাদের ইচ্ছা পূরণ আর গুনগান করাই আমাদের কাজ ! Foreign Investors you can think of ! This is a potential field for investment !!! Only $285 per unit ! We can Export LIFE at this rate ! হাজার হাজার মানুষ মরছে বছরের পর বছর, লাখ লাখ মানুষ ঝুকিতে ! সমস্যা নেই মন্ত্রীরা, সমস্যা নেই কর্তৃপক্ষ ! আমরা তো আছি ই ! না হয় আরো কিছু সাধারণ মানুষই মরবে, আপনাদের কোনো ভয় নেই ! দেখুন এই দেশে দুর্ঘটনাও মানুষ চিনে হয় ! কাজেই তা প্রতিরোধের কোনো ব্যবস্থা নিষ্প্রয়োজন ! যাই ঘটুক লক্ষ লক্ষ টাকা ট্যাক্স দিয়ে ২০,০০০ টাকা জনপ্রতি ক্ষতিপূরণ দেয়ার সামর্থ্য আমরাই যোগান দিব আপনারা কোনো টেনশন নিবেননা প্লিজ ! লেখা শেষে ভাবছি এই লেখা অনলাইন এ পাবলিশ করার জন্য ডিজিটাল (*!) বাংলাদেশ এ বসবাসের অধিকারটুকুও প্রশ্নবিদ্ধ হয় কিনা (!) দরকার হলে সংবিধান সংশোধন করা হবে ৭২ থেকে শুরু করে পরবর্তী যে কোন সময়ে।

এটা ওনারা খুব ভালো পারবেন এই বিশ্বাস শত চেষ্টা করেও হারাতে পারলামনা ! জানি আপনাদের প্রতি ঘৃনা প্রকাশ করার অধিকারও হয়ত দিবেননা কিন্তু অন্তরের কোন এক নিশ্চুপ প্রকোষ্ঠে যা এতদিন (৩৯ বছর) এ জমেছে তা মুছে দেয়ার সামর্থ্য কি আপনাদের আছে ? থাকলে ও দেখাতে যাবেননা প্লিজ , অন্তত মন থেকে ঘৃণা করে তৃপ্তি পেতে দিন। ২০,০০০ টাকার সাথে এতটুকু চাওয়া ফাও হিসাবে হলেও পূরণ করুন মাননীয় সরকার !!! আমাকে ট্রেস করার জন্য কোনো গোয়েন্দা সংস্থার প্রয়োজন নেই, শুধু একটি মেসেজ পাঠিয়ে দিন, আমার টাকার প্রতিতো আমার মায়া আছে, প্রিজন ভ্যান পাঠিয়ে জ্বালানি খরচ করার দরকার নেই ওটা আপনারাই ব্যবহার করতে পারবেন , আমি সাধারণ মানুষ পায়ে হেটেই চলে আসব ! আর যদি মনে করেন ক্ষমা করতে পারবেন ... না আপনাদের কাছে ক্ষমা চাইনা, চাইতে পারিনা !! এতটুকু আত্নমর্যাদাবোধ আপনাদের আইন ও সরকারী বলিষ্ঠতা এখনো কেড়ে নিতে পারেনি ! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.