আমাদের কথা খুঁজে নিন

   

শঙ্কিত নন অর্থমন্ত্রী

২০১৪ সালের টি-২০ বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা সিলেট বিভাগীয় স্টেডিয়ামে। কিন্তু বিশ্বকাপের ভেন্যু হিসেবে এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি স্টেডিয়াম। অবশ্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ সংশ্লিষ্টরা আশাবাদী এই স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে বিশ্বকাপের নির্ধারিত ম্যাচগুলো। স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নয়নের কাজও চলছে বেশ জোরেশোরে। গতকাল সকালে স্টেডিয়ামের উন্নয়ন কাজ পরিদর্শনে যান অর্থমন্ত্রী।

পরিদর্শনকালে স্টেডিয়ামের কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং আশাবাদ ব্যক্ত করেন সিলেট ভেন্যু নিয়ে। ভেন্যু পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের বলেন, 'সিলেট বিভাগীয় স্টেডিয়াম আন্তর্জাতিক মানে উন্নয়নের কাজ চলছে দ্রুতগতিতে। এতে নির্ধারিত সময়ের মধ্যেই ভেন্যুর কাজ শেষ হবে। সিলেট ভেন্যু নিয়ে কোনো শঙ্কার কারণ নেই। ' সিলেট বিভাগীয় স্টেডিয়ামের কাজের অগ্রগতি দেখতে আগামী ৭ আগস্ট আইসিসির একটি প্রতিনিধি দল সিলেট আসবে।

ওই প্রতিনিধি দল ভেন্যুর কাজের অগ্রগতি দেখে রিপোর্ট দিবেন। এই রিপোর্টের উপরই সিলেট ভেন্যুর ভাগ্য নির্ভর করছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সিলেট বিভাগীয় স্টেডিয়ামকে আন্তর্জাতিকমানে উন্নয়নের জন্য ৬৫ কোটি টাকার কাজ চলছে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.