বৃহস্পতিবার সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, এ বছর বোরো, আলু ও ভুট্টার যে উচ্চ ফলন হয়েছে এবং একই সঙ্গে সরকারি খাতে বিনিয়োগ বাড়ায় প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৭ কিংবা ৬ দশমিক ৮ শতাংশও হতে পারে।
সরকারি খাতে বিনিয়োগ গত বছরের তুলনায় ১ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে বলেও জানান অর্থমন্ত্রী।
মন্ত্রী বলেন, “আলু উৎপাদন গত বছরের থেকে ১০ শতাংশ বেশি হয়েছে। বোরোর উৎপাদন এখনো জানি না, তবে আবাদি জমির পরিমাণ জানি। এ থেকে ধারণা করতে পারি আলু, বোরো ও ভুট্টার উপাদান অনেক বেশি হবে।
”
ইউএই-বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানির ২০১২ সালের পঞ্জিকা বছরের লভ্যাংশ হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দেন মুহিত।
বাজেট উপলক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) অর্থনৈতিক সমীক্ষায় প্রবৃদ্ধির হার ৬ দশমিক ০৩ শতাংশ হবে বলে প্রাক্কলন করেছে।
তবে গত জুনে চলতি বছরের বাজেট ঘোষণার সময় প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ শতাংশ ঠিক করেছিলেন মুহিত।
এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, “আমার মতে বিবিএস’র হিসাবটা ঠিক না। তারা আট মাসের হিসাব করেছে।
”
ইউএই-বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানি ২০১২ সালের পঞ্জিকা বছরের প্রায় ৫০ লাখ টাকা নগদ লভ্যাংশ এবং ১৩ কোটি ৯০ লাখ টাকার সমপরিমাণ বোনাস শেয়ার অর্থমন্ত্রীর কাছে হস্তান্তর করে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম আসলাম আলম, পরিচালক মুসফেকা ইকফাতসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।