আমাদের কথা খুঁজে নিন

   

বাবুল যখন অর্থমন্ত্রী

যার আছে তার হারানোর ভয় ও আছে, যার নাই তার হারানোর ভয় ও নাই এক যে ছিল মজার দেশ হাস্যকর সবকিছু ছি্ল মূর্খরা যেখানে মন্ত্রীমশাই জ্ঞানীরা সব চামার কসাই সৌভাগ্যক্রমে আমার ঐ দেশেই জন্ম। আমাদের মন্ত্রীদের মাঝে একজন ছিলেন সবচেয়ে মজাদার মন্ত্রী বাবুল মুহিত। তার সবচেয়ে বড়গুন তিনি সবসময় প্রজেটিভ থাকেন। দেশের অর্থনীতি যেরুপ থাকুকনা কেন তিনি টেনশন মুক্ত থাকেন। এবং এমন কিছু কথা বলেন যার জন্য পরেরদিনের পত্রিকা বেশি বিক্রি হয় এবং জনগনও একঘেয়ামি জীবনে বেপক বিনোদন লাভ করে থাকেন।

এর জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ, তিনি এই বাবুল ভাইয়ে মন্ত্রী পদে বহাল রাখার ফলেই আমরা এই বিনোদনের স্বাদ পাচ্ছি। কোন দেশের অর্থনীতিতে একটি বড় অবদান রাখে শেয়ার বাজার। আমার জানামতে মূর্খদের সংজ্ঞা হচ্ছে যার অক্ষর জ্ঞান সম্পর্কে ধারনা নাই। আর শেয়ার ব্যবসা কোন পার্কে বসে বাদাম বিক্রি করা নয়, যে অক্ষর জ্ঞান না থাকলেও চলবে। এবং ফটকা মানুষ অপরের ক্ষতি ছাড়া ভাল করেনা ইহা আমরা সকলে জানি।

কিন্তু আমাদের বাবূল ভাই ফটকার সংজ্ঞাই পরিবর্তন করে ফেলেছেন। উনার মতে হাজার হাজার কোটি টাকা হারিয়ে প্রায় নিঃস্ব সাধারন বিনিয়োগকারীরা ফটকাবাজ। এরপর থেকে জানলাম আমি নিজেও একজন ফটকাবাজ। একটা কথা প্রচলন আছে “যার বিয়ে তার খবর নাই পাড়া পড়শির ঘুম নাই” এই কথাটার একটি উৎকৃষ্ট উদাহরনও উনি দিয়েছেন। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আসবেননা বলেছিল ভারতীয় মিডিয়া।

এবং এই বেপারে তদারকি করা প্রররাস্ট মন্ত্রনালয়ের কাজ। কিন্তু আমাদের বাবুল ভাই বলে দিলেন মমতা আসছেন। আমরা হাজী মুহাম্মদ মুহাসিন কে দানবির বলে জানি, কিন্তু আমার দেখা সবচেয়ে বড় দানবির আমাদের বাবুল ভাই। যেই দেশের অধিকাংশ মানুষ দু বেলা ভাত খেতে পারেনা ঐ দেশের অর্থমন্ত্রী হয়ে উনার কাছে ৪৫০০ কোটি টাকা দুর্নীতি কিছুই না। কারণ এর চেয়ে বেশি টাকা উনি ঋণ দেন।

তা বাবুল ভাই কি আপনার বাবার টাকা ঋণ দেন? আমরা সবাই জানি সরকারি ব্যাংকের পরিচালক সরকার নিয়োগ দিয়ে থাকেন। আর কোন ব্রাঞ্চ মেনেজার ৫০ কোটি তাকার উপর ঋণ দিতে চাইলে অবশ্যই পরিচালকের অনুমতি চাইতে হয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে ৪৫০০ কোটি টাকা দুর্নীতিতে কোন পরিচালক নাকি জরিত নয়। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ঐ পরিচালক নিয়োগ অবস্থায় তাদের কর্মকাণ্ডের তদন্ত করা হয়েছে। এটাতো এমন আমার পরিক্ষার খাতায় আমাকেই বলা হলো মার্ক দেয়ার জন্য।

উনার একটি বড় গুন হচ্ছে উনি নিজের কাজে একনিষ্ঠ। কোন সমালোচনার ধার ধারেননা। মানুষ যতই উনাকে জুতা পেটা করেননা কেন উনি উনার হাস্যকর কাজ করবেনই। যাকে বলে দু কান কাটা। আমার খুব রাগ উঠে নোবেল বিজয়ী ডঃ মোহাম্মদ ইউনুছের উপর।

এই ইউনুছের জন্যই বাবুল ভাইয়ের এ সকল ভাল কাজ কর্ম কারও চোখে পরেনা। আশায় আছি আগামীতে বিরল ধারার অর্থনীতির জন্য তিনি অস্কার পাবেন। কারণ তার সমগ্র মন্ত্রিত্ত ই কমেদি মুভি। (আজও স্বপ্ন দেখি সু দিনের যখন যোগ্য মন্ত্রিরা দেশ পরিচালনা করবেন। আর আমরা পাব সোনালি বাংলাদেশ।

যেই দেশের স্বপ্ন দেখেছিল মাওলানা ভাসানি, শেখ মুজিব, জিয়াউর রহমান, ও দেশের মুক্তিযদ্ধারা) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.