আমাদের কথা খুঁজে নিন

   

বলবো আমি আসলে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো (৩)

অসুন্দর মানুষের ভাষা হতে পারে না.. অদ্ভুত উটের পিঠে চলছে স্বদেশ! কবি কি সত্য বলেছিলেন? হয়তো নতুবা ১৮ টাকার বাস ভাড়া এক লাফে ২৫ টাকা কি করে হয়? বি.আর.টি.সি বাস সার্ভিসে কাজীপাড়া হতে মতিঝিল আসতে গুনতে হলো ১৮ টাকার বদলে ২৫ টাকা! শক খেলাম, হতভম্ব হলেও খেই হারালাম না। কারণ? আমরা বাঙ্গালি, সংগ্রামি জাতি! ভয়ানক আমাদের সহ্য শক্তি, পৌঢ় বৃক্ষ সমেত! আসতে ফিরতে অতিরিক্ত গুনতে হবে ১৪ টাকা! কি করবো, কাকে বলবো? বলার থাকলেও শোনার কেউ নেই, যদিও প্রশাসন নামক এই দেশে একটা যন্ত্র আছে, আছে আইন, আছে আদালত, দিন বদলের স্বপ্নও আছে। যে যার মতো যথাস্থানে আছে, শুধু নেই আমরা তারা যারা কখনো পাবলিক, কখনো জনতা, কখনো মিছিলে শ্লোগান, কখনো ক্ষমতার সিঁড়ি, ভোটর ব্যাংক বাক্স। আমরা ব্যবহৃত হই বেশ্যার মতো, নটীর মতো, যেমন ওরা হয় তারপর শুধু ছুঁড়ে ফেলা। চাল-ডাল-তেল-নুন-মাছ-মাংস-বাসা ভাড়া সবকিছুর দাম বাড়ে আমাদের বেতন বাড়ে না, যেটুকুন বাড়ে তা আবার ভিক্ষুকের ভিক্ষা দিতেই সাবাড়। মাসের মায়নে নিয়ে বাসায় ফিরতে ফিরতেই পকেট শূণ্য। পকেটমার পকেট কাটে তাতে খুব একটা দুখখ হয় হয় না, দুখখ হয় যখন আমাদের পকেট কাটা যায় পুঁজিবাদীর কাঁচিতে। আমরা অর্থ কষ্টে দিনাতিাপাত করি, রোদ্রে পুড়ি, বৃষ্টিতে ভিজি আর আমাদের রাষ্ট্রপতি, প্রধান মন্ত্রি, মন্ত্রি, এমপি গার্ড অব অনার নেয় রাষ্ট্রভবনে, লাল গালিচায় আর আমি তখন গাইতে থাকি- আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।