আমাদের কথা খুঁজে নিন

   

আপনাদের সহযোগিতা চাইছিলাম...

অনিশ্চয়তার পথে একাকী হেঁটে চলা ২০০৪ সালে মেডিকেলে ভর্তির পর আমি প্রথম স্বেচ্ছায় রক্তদান করি। সে রক্ত আমি দিয়েছিলাম নাম না জানা এক ছোট বোনের জন্য। সে সেই যাত্রায় আল্লাহর রহমতে সুস্থ্য হয়ে ওঠে। এরপর অনেক মুমূর্ষূর প্রয়োজনে রক্তদান করেছিলাম। সন্ধানীর সাথে জড়িত ছিলাম...এখনও আছি।

স্বেচ্ছায় রক্তদানের জন্য মানুষকে উৎসাহিত করি। আমি জানি এই ব্লগের প্রায় সব ব্লগার ই রক্তদান বিষয়ে জানেন। অনেকে একাধিকবার রক্তদান ও করেছেন। আপনারা কি অনুগ্রহপূর্বক আপনাদের প্রথম রক্তদানের অভিগ্গতা আমাকে লিখে পাঠাবেন?? আমি সন্ধানীর পক্ষ থেকে একটি ই-বুক বের করতে চাই রক্তদানের উপরে। আর আগামী ১৪ জুন ২০১১, বিশ্ব রক্তদাতা দিবস...এ উপলক্ষেই এ ই-বুকটি আমরা বের করতে চাই।

আপনার লেখাটি ই-মেইল করুন এছাড়া সন্ধানী (Click This Link) এই দিবসটি উপলক্ষে একটি স্মরনীকা বের করতে যাচ্ছে। এ স্মরনীকার তহবিল সংগ্রহের জন্য আমরা অ্যাডভারটাইজমেন্ট ও নিচ্ছি। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। অ্যাডভারটাইজমেন্ট এর রেট... শেষ প্রচ্ছদ...৫০,০০০.০০ টাকা ২য় প্রচ্ছদ...৪০,০০০.০০ টাকা ৩য় প্রচ্ছদ...৩৫,০০০.০০ টাকা পূর্নপৃষ্ঠা রঙিন....২৫,০০০.০০ টাকা পূর্নপৃষ্ঠা সাদা কালো...২০,০০০.০০ টাকা যে কোন ব্যাপারে যোগাযোগের জন্য....ই-মেইল- সবাই ভাল থাকবেন। ভ্রাতৃত্ব দৃঢ় হোক সহযোগিতার বন্ধনে।

। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.