আমাদের কথা খুঁজে নিন

   

যোগ্য বরের কনে হাওয়া (উপন্যাস, পর্ব- ৯)

৯ হাওয়া নবম শ্রেণীতে ছাত্রী। স্কুলে যাওয়ার পথে প্রায়ই কিছু ছেলে তার পিছু নেয় এবং তাকে উদ্দেশ্য করে বিভিন্ন কথা বলে। কথাগুলো শুনে না হেসে পারা যায় না। দিন দিন ছেলেদের তার পিছু নেওয়ার মাত্রা বেড়ে যাচ্ছে। একদিন ছেলেরা তার পিছনে হাটছে আর বিভিন্ন রকমের হাসির কথা বলছে।

আজ হাওয়া দাড়িয়ে গেল। তাদেরকে কাছে আসতে বলল। তারা সকলে কাছে আসলে বলল- “জান, আমার জুতা জোড়া না ভারি ভারি লাগছে। জুতা জোড়া স্কুল পর্যন্ত পৌছে দিতে পারবে?” ছেলেদের মধ্যে একটা ছিল বোকা টাইপের। সে মনে করল কথাটা সত্যি।

বলল, “আমি তোমার জুতা স্কুল পর্যন্ত পৌছে দিব। ” হাওয়া ভাবল, ওর সাথে ইয়ার্কি মারছে। ছেলেটার গালে মারল জোড়ে এক থাপ্পর। ছেলেটাতো থাপ্পর খেয়ে দুনিয়াদারির কিছু দেখছে না। অন্য ছেলেগুলো দিল দৌড়।

ছেলেটা থাপ্পর সামলে জিজ্ঞেসা করল, “আমাকে থাপ্পর মারলা কেন?” “তোমাকে আদর করলাম। ” “ও তাই। ” “ওরা পালাল কেন?” “ওদের কাছে গিয়ে জিজ্ঞাসা কর। ” হাওয়া স্কুলে গিয়ে তার বান্ধবীদের কাছে বলল- “তিন-চারজনকে এমন জোড়ে থাপরিয়েছে তারা আজ ঠিকমত ভাত খেতে পারবে না। ” হাওয়াকে ইংরেজী ক্লাসে স্যারে দাড় করিয়ে জিজ্ঞাসা করল- “উঊএজঊঊ কাকে বলে?” “স্যার উঊএজঊঊ বলে ই.অ পাস করাকে।

” ক্লাসে হাসির রোল পড়ে গেল। স্যার হাওয়াকে বকা দিল। “স্যার, আমার মাথায় লেখা পড়া থাকে না। যেটুকু পড়ি তার চেয়ে বেশী ভুলি। ” “পড়া-লেখা ঠিকমত না করলে কোন দিনই উন্নতি করতে পারবে না, বুঝলে?” “বুঝেছি স্যার,একটু পরে আবার ভুলে যাব।

” “কথাতো বেশ শিখেছ। এ রকম বইয়ের পড়া পারলেই হত। ” পরের ঘন্টায় হাওয়া ক্লাস নাই। বান্ধবীদের নিয়ে বাহিরে বের হলো। সে প্রায় দিনই এ রকম করে।

তারা কাজের বুয়াদের নিয়ে বিভিন্ন প্রকার টক জাতীয় কাঁচা ফলের মাখা খায়। বুয়াদের সাথে সুখ-দুংখের কথা বলে। তাদের জীবনের খুঁটি-নাটি বিষয় নিয়ে আলোচনা করে। বুয়ারা কাজের সঠিক মূল্য পায় না এ মত হাওয়াদের। তারা বুয়াদের দাবি-দাওয়া আদায়ের জন্য একটা কমিটি গঠনের চিন্তা করছে।

বুয়াদের জানালে তারা বিষয়টা সমর্থন করে। দশ সদস্য বিশিষ্ট একটি কমিটি হবে। কমিটির নাম হবে-“বুয়া অধিকার আদায় কমিটি”। তাদের প্রতিমাসে একটি মিটিং হবে। মিটিং এ তাদের সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা হবে এবং কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত নিয়ে সে মতে কাজ হবে।

আগামী মাসের ১০ তারিখে বুয়াদের এক জায়গায় আসার আমন্ত্রণ জানানো হলো। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.