এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..
আজকাল নিজেকে বড় বেশী
উল্টে-পাল্টে দেখতে ইচ্ছে করে-
কখনো সোজাভাবে দাঁড় করিয়ে,
আবার কখনোবা দুই পা গাছের সাথে ঝুলিয়ে।
একজন রমনীর কতোখানি গুণাবলী প্রয়োজন
একজন পুরুষকে সুখী করবার;
সুউচ্চ নাকে,কাজল টানা চোখে,আকর্ষনীয় গ্রীবায় অথবা সুডৌল স্তনে,
অথবা অসমতল ভূমিতে-ঘাস বিহীন ফরিং যেখানে বিচরণ করে।
রমনীর কিবা প্রয়োজন সুন্দর বাচনভঙ্গীর ,
সে কি বিগ্গ্ঙাপনে কন্ঠ দেবে নাকি?
শুধু তরকারীতে নুন চাখবার জন্য
তীক্ষ্ম একটা জিহবা হলেই যথেষ্ট।
রমনীর কিবা প্রয়োজন দেশ-বিদেশের খবর রাখার,
সেতো আর ক্যামেরার সামনে সংবাদ পাঠ করবেনা;
এতো আনকমন নারী দরকার নেই যথার্থ পুরুষের।
বন্ধুমহলে একটু টুথপেস্টমার্কা হাসি দিয়ে দাঁড়ালেই মানটা থাকে।
আবার নিজেকে প্রথম থেকে দেখি-
হুম,পেয়েছি রমনীর সবচাইতে অপ্রয়জনীয় অংশ--মষ্তিস্কের ভেতরের অংশ।
ওটাই যদি কেটে বাদ দেওয়া যায়,
তবেই যথার্থ সুখী একজন পরিপূর্ণ পুরুষ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।