দিতে পারো একশ ফানুস এনে...আজন্ম সালজ্জ সাধ একদিন আকাশে কিছু ফানুস উড়াই... পোস্টটি আসলে আমার জন্যই। ঘুরাঘুরি জীবনে মনে হয় কম করিনি।নতুন কিছু দেখার তীব্র নেশা সবসময় আচ্ছন্ন করে রাখে। আমার এক বন্ধু আমাকে বলে ব্রিটিশ আবহাওয়া। আনপ্রেডিক্টেবল হওয়া খুব বেশী খারাপ কিছু না, যদিও আমার মা সেটা নিয়ে বিরক্ত। সবগুলি যাত্রা কথা একসাথে করে ফেললাম। এর পর থেকে শুধু আপডেট করে দিলেই হবে। হিমালয় কন্যা নেপাল কাঠমান্ডুর পথে যত কান্ড কাঠমান্ডুতে মনোকামনা এবং সারেংকোট পোখারা ভূটান - ল্যান্ড অব থান্ডার ড্রাগন প্রথম পর্ব দ্বিতীয় পর্ব শেষ পর্ব দার্জিলিং জমজমাট প্রথম পর্ব দ্বিতীয় পর্ব শেষ পর্ব
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।