আমাদের কথা খুঁজে নিন

   

যাযাবরনামা ... শুরুর ভুমিকা!

মুন রিভার ...
The woods are lovely, dark and deep but I have promises to keep and miles to go before I sleep and miles to go before I sleep -Robert Frost একজন বোহেমিয়ান, সেইসব দিন আর বৃষ্টিবিলাস ... এই অস্থির নাগরিক জীবনে আমি নস্টালজিয়ায় ভুগি ইদানিং। খুব মনে পড়ে সবুজ নির্ভার, কৈশোরের সেই মুহুর্তগুলো। বন্ধুর এক একটা প্রিয় মুখ, অলস দুপুরে বারান্দায় বসে নরম আলোয় চোখ ভরে দেখা অশ্বত্থ গাছ। আমার স্মৃতির বৃক্ষ... বৈশাখ এলেই কোথা থেকে যেন এক ঝাঁক টিয়ে পাখি এসে বসতো সেই গাছে। কি যে অসাধারণ লাগতো সেই দৃশ্য।

আমি মুগ্ধ চোখে দেখতাম আর অপেক্ষা করতাম বৈশাখের প্রথম বৃষ্টি আর কালবৈশাখীর জন্য । আমাদের ছোট্ট বাসাটায় ছিলো টিনের চালের ছাঁদ। রিম ঝিম করে বৃষ্টি পড়তো। অঝোর ধারায় বৃষ্টি এসে চারপাশে এক অপুর্ব সুরের মুর্ছনায় ভরে তুলতো। আমি ঘোর লাগা চোখে বৃষ্টি দেখতাম।

সেই এক চিলতে বারান্দা থেকে বৃষ্টিফোঁটা ছুঁয়ে দিতেই বৃষ্টি আমাকে কাছে টেনে নিতো পরম মমতায়। আমি নেমে পড়তাম সবুজ ঘাসে, অপার্থিব আনন্দের অনুভুতি নিয়ে বৃষ্টিতে ভিজতাম। বৃষ্টি ফোঁটা ভিজিয়ে দিতো আমার চোখের পাতা। দু হাত প্রসারিত করে মুখ তুলে চাইতাম আকাশে। উৎস খুঁজতে চাইতাম- কোথা থেকে আসে এই বৃষ্টি জল শেষই বা হয়ে যায় কেনো! সরল সেই সব দিন, আর বর্ষামাদল অপাপবিদ্ধ মন ... বৃষ্টি থেমে যেতেই সবুজ প্রকৃতি হয়ে উঠতো আরো সবুজ।

আর মাটির সোঁদা গন্ধে মন উচাটন চারপাশ। মনে পড়ে, মনে পড়ে কৈশোর স্মৃতি, সারল্য দিনরাত, সবুজ মুগ্ধ চারপাশ আর প্রিয় বৃষ্টি ... এই অস্থির নাগরিক জীবনে আমি নস্টালজিক হয়ে পড়ি ইদানিং। আমার ইচ্ছে করে অল্প কিছু সময়ের জন্য হলেও সেই নির্ভার দিনগুলোয় চলে যেতে। তারপর চুপচাপ বারান্দায় বসে বৃষ্টি , আর দু চোখ ভরে সবুজ। ।

ক্রমশঃ ( পুনশ্চ- আমার যাযাবর নামা লেখা শুরু করলাম। পিছন ফিরে দেখা নানা রঙ্গে বর্নিল পথ, কলোনি জীবন, রঙ হারিয়ে বিবর্ন ঘুলঘুলি, ধু ধু তেপান্তরে একা হয়ে যাওয়া, অদ্ভুত ঘোর তারপর ঘোর লাগা চোখে হেটে যাওয়া, সব ভুল করে চার দেয়ালে বন্দি, হঠাৎ দেখা নিজেকে দেশ পেরিয়ে দেশ, ড্রাগস, লিরিক, মিউজিক, বন্ধুতা, ভায়োলেন্স, ভালোবাসা- সব কিছু যখন যেভাবে এসেছে আমার এই বিশেষত্মহীন জীবনে, আমি লিখে যাযাবর নামায় অধারাবাহিক ভাবে। যাযাবর নামার প্রথম কিস্তির শুরুর ভুমিকা উৎসর্গ করছি হাইকোর্ট কলোনি-র সেই গাছটিকে। আমি এখনও সেই জায়গাটাতে মাঝে মাঝে যাই, শুনতে অদ্ভুত শোনাবে, অলৌকিক কিছুর জন্য অপেক্ষা করে থাকি। কি সেটা? আমি জানি না ... যাযাবর নামা লেখার কথা শুনে আমার প্রিয় একজন চিত্রকর মুরাদ দারুণ এক পেইন্টিং করে দিলো।

সামনের কোনো পর্বে অসাধারণ পেইন্টিং- টা সবার সাথে শেয়ারের ইচ্ছে রইলো। আমি আসলেই ভাগ্যবান, এই এক জীবনে অনেক গুনী মানুষের ভালোবাসা পেয়েছি । দ্য গ্রেট ইনসমনিয়াক ক্লাবের সবাইকে বলছি, পথে দেখা হয়ে যাবে, বন্ধুরা ...
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।