আমাদের কথা খুঁজে নিন

   

জীবন যুদ্ধে পরাজিত একজন সোনালীর গল্প

আমার লিখতে ভাল লাগে এবং নতুন নতুন বিষয় নিয়ে ভাবতে ভাল লাগে। বিয়ের কিছুদিন পর পাষন্ড এক স্বামী তার স্ত্রীকে ফেলে রেখে বিদেশ পাড়ি জমান। অসহায় সেই স্ত্রীর ঠিকানা হয় পিতৃহীন অতিদরিদ্র মায়ের বাড়ীতে। কিছুদিন পরই সেই মায়ের কোল জুড়ে জন্ম নেয় অবিবেচক বিদেশ পাড়ী জমানো স্বামীর ঔরসজাত ফুটফুটে এক কন্যা সন্তানের। নাম রাখা হয় সোনালী।

এই ভেবে সোনালী নামটি রাখা হয় যাতে অতীতের সব অন্ধকার সোনালী আলোয় আলোকিত হয়। মায়ের আবারো অন্যত্র বিয়ে হলে শিশু সোনালীর ঠিকানা হয় দরিদ্র নানীর বাড়ীতে। নানীর অকৃত্রিম স্নেহ আর অপার ভালোবাসায় বেড়ে উঠতে থাকে সোনালী। শিক্ষার আলোয় আলোকিত করতে তার নানী সামর্থহীন হওয়া সত্বেও স্কুলে ভর্তি করিয়ে দেয় সোনালীকে। সময় গড়াতে থাকে আর সোনালীর শিক্ষার তরী এগুতে থাকে লক্ষ্যস্থলের দিকে।

ঠিক তখনই নিয়তির মুচকি হাসি সোনালীর সব স্বপ্ন ওলট-পালট করে দিলো। এবার সোনালী এসএসসি পরীক্ষা দেয়ার ঠিক আগমুহুর্তে তার শরীরে ধরা পড়ে ঘাতক ব্যাধি বস্ন্লাড ক্যান্সার। ক্যান্সারে আক্রান্ত হওয়া সত্বেও অসুস্থ অবস্থায় মিরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে ৩·১৩ জিপিএ নিয়ে পাশ করার কৃতিত্ব দেখিয়েছে। ফল প্রকাশের কয়েকদিন আগে থেকেই সজ্ঞাহীন রয়েছে সোনালী। যার কারনে তার পাশের খবর সে জানতে পারেনি।

গত রবিবার রাত ৮ টায় সোনালীর বাড়ীতে গিয়ে দেখা যায় নানীর কুড়েঘরে সজ্ঞাহীন সোনালীকে। প্রতিবেশিরা কোরান শরীফ পড়ছে। কেউ তসবি হাতে দোয়া দরম্নদে ব্যস্ত। যারা কয়েকমাস ধরে সোনালীর চিকিৎসার জন্য সাহায্য তুলেছে সেই সহপাঠিরা আসছে কুষ্টিয়ার মিরপুর ট-ইনকোয়ার্টার সংলগ্ন সোনালীর নানীর কুড়েঘরে শেষ মুহুর্তের খোজ নিতে। যতই সময় গড়াচ্ছে মৃতুর খুব কাছাকাছি চলে যাচ্ছে সোনালী।

জানিনা আজ এই রিপোর্ট যখন প্রকাশিত হবে তখন সোনালী ধরাধামে থাকবে নাকি প্রকৃতির অমোঘ নিয়মে জন্মের ঋন পরিশোধ করতে নিষ্টুর বাস্তবতার স্বাক্ষী হতে পাড়ি জমিয়েছে না ফেরার দেশে? প্রকৃতির উপর আমাদের কোন হাত নেই সোনালী, তারপরও আমরা কামনা করি,অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি অলৌকিক ঘটনার সাক্ষি হয়ে তুমি আমাদের মাঝে অনেকদিন বেঁচে থাকো। http://www.goromcha.com ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.