স্বাধীন বাংলা ময়মনসিংহের বিপিন পার্কের পাশেই গড়ে উঠেছে অবৈধ বসতি বিপিন পার্কের সীমানা দেয়ালের পাশেই আবর্জনার স্তুপ ,পার্কে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা আবর্জনা।সবকিছু মিলিয়ে আকর্ষণ হারাচ্ছে বিপিন পার্ক। সরেজমিনে দেখা গেছে পার্কের পাশে বাঁশ,কাঠ ,পলিথিনের ছাউনি দিয়ে গড়ে উঠেছে১৫-১৬ টি ঘর।এসব ঘরে বসবাসরত মানুষের দখলেই থাকে পার্কের পাকা বেঞ্চ । পার্কে বসেই কাঁথা সেলাই করছে দুই মহিলা ।দিনদিন কমে যাচ্ছে পার্কের দর্শনার্থীর সংখ্যা। পার্কটির দৈন্যদশা দেখে দর্শনার্থী ওয়াহিদ বলেন, পার্কের পরিবেশ মোটেই ভাল নেই। আগে আসলেও এখন নোংরা পরিবেশের কারণে পার্কে বেশি আসা হয়না।পার্কে আসা দর্শনার্থীরা বিপিন পার্কের সৌন্দর্য বৃদ্ধি করা সহ পার্কে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য সংশিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানান ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।