আমাদের কথা খুঁজে নিন

   

ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে বিডিআরের বর্ডার সেন্ট্রি পোষ্টের উদ্বোধন

ami amar na

নিরাপদ সীমান্ত নিশ্চিত করতে এবং সীমান্ত এলাকায় বিডিআরের টহল জোরদার করতে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও বর্ডার আউট পোষ্টে’র (বিওপি) অধীনে আঠারবাড়ি সীমান্তে বর্ডার সেন্ট্রি পোষ্টের (বিএসপি) উদ্বোধন করা হয়েছে। রোববার (১৬মে,২০১০)দুপুরে এই বর্ডার সেন্ট্রি পোষ্টের (বিএসপি) উদ্বোধন করেন ময়মনসিংহের ৪৫ রাইফেলস ব্যাটালিয়ান সেক্টর কমান্ডার কর্ণেল ইফতেখার উদ্দিন মাহমুদ পিএসসি। এসময় ১৬ রাইফেলস ব্যাটালিয়ানের অধিনায়ক লে: কর্ণেল শামসুজ্জামান খান পিএসপি, ১৬ রাইফেলস ব্যাটালিয়ানের অপারেশনাল অফিসার মেজর কামরুজ্জামান মিলন, ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। সেক্টর কমান্ডার কর্ণেল ইফতেখার উদ্দিন মাহমুদ জানান, আমাদের বিওপি গুলো বর্ডার থেকে ২/৩ কিলোমিটার দুরে অবস্থিত। এজন্য টহলে সমস্যা হয়। প্রতিটি বিওপির আন্ডারে একটি করে বিএসপি নির্মাণ করা হবে। এই সেক্টরের ৪৩টি বিওপি’র অধীনে ৪৫টি বিএসপি নির্মাণ করা হবে। বর্তমানে ১২টি বিএসপি নির্মাণাধীণ রয়েছে। তিনটির নির্মাণ কাজ শেষ হয়েছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.