আমাদের কথা খুঁজে নিন

   

ময়মনসিংহের জয়নুল সংগ্রহশালাঃ

সব কিছুর মধ্যেই সুন্দর খুঁজে পেতে চেষ্টা করি............

ময়মনসিংহের জয়নুল সংগ্রহশালাঃ সমকালীন শিল্পকলার এক উজ্জ্বল নক্ষত্র, প্রকৃতি ও মানবতাবাদের শিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিন। বাংলাদেশের শিল্পচর্চা ও শিল্পকলা আন্দোলনের পথিকৃৎ এ মহীরুহের চিত্রকর্ম ও আনুষঙ্গিক বেশ কিছু ব্যবহার্য জিনিসপত্র নিয়ে গড়ে উঠেছে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা। শিল্পীর জন্মস্থান জেলাশহর ময়মনসিংহের ব্রক্ষপুত্র নদের পাশে এ সংগ্রহশালার অবস্থান। যেন প্রকৃতির মাঝে শুয়ে আছে শিল্পীর অসাধারণ কিছু চিত্রকর্ম। পঞ্চাশের দশকের মাঝামাঝি শিল্পী দেশের বিভিন্ন জায়গায় আঁকা তার সমস্ত ছবিগুলোকে একত্রিত করে সংগ্রহশালা গড়ে তোলার চিন্তা করেন; আর শিল্পীর সেসময়কার ভাবনার ফসল বর্তমানের এই সংগ্রহশালাটি।

শিল্পাচার্যের চিরচেনা ও ভাললাগার এ স্থানটিতে তিনি নিজ উদ্যেগে ও স্থানীয় জেলাপ্রশাসনের সহযোগিতায় তার আঁকা ৭০টি চিত্রকর্ম নিয়ে ১৯৭৫সালের ১৫ই এপ্রিল প্রতিষ্ঠা করেন শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা। বর্তমানে সংগ্রহশালাটি যে বাড়িতে অবস্থিত তার প্রকৃত মালিক ছিলেন জননেতা ও ভারতের শিক্ষা সংস্কার আন্দোলনের পুরোধা পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী নলিনীরঞ্জন সরকার(১৮৮২-১৯৫৩)। শুরুর দিকে বিল্ডিংটি পুরাতন জমিদার বাড়ির আদলে থাকলেও বর্তমানে সুরম্য দ্বিতল ভবন। জেলা প্রশাসনের সহায়তায় পরিবর্তিত রূপ এটা। ১৯৯৯ সাল থেকে সংগ্রহশালাটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ জাতীয় জাদুঘরের একটি শাখা হিসেবে পরিচালিত হচ্ছে।

বর্তমানে এখানে বিভিন্ন মাধ্যমে আঁকা শিল্পীর ৬২টি চিত্রকর্ম এবং শিল্পাচার্যের ব্যবহৃত ৬৯টি নির্দশন প্রর্দশিত হচ্ছে। সংগ্রহশালাটির উদ্দেশ্য সর্ম্পকে এর প্রধান ডেপুটি কিপার ড: বিনয় কৃষ্ণ বণিক বললেন, শিল্পকলার বিকেন্দ্রীকরণ ও ঢাকার বাইরে চারু আন্দোলনকে বেগবান করার মাধ্যমে জনসাধারনের মধ্যে শিল্পবোধ, সচেতনতা ও মননশীলতা সৃষ্টি করা এ সংগ্রহশালাটি গড়ে তোলার মূল লক্ষ্য। দশর্নাথীরা শুধু ছবি দেখা নয় সাথে সাথে দেশবরেণ্য অন্যান্য শিল্পীদের চিত্রকর্মের পোস্টার ও পোর্টফলিও কিনতে পারবেন এখানে। সংগ্রহশালা এলাকার সবুজ চত্বরে একটি উন্মুক্ত মঞ্চ রয়েছে। শিল্পীর জন্ম ও মৃত্যদিবসসহ বিভিন্ন জাতীয় দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এ মঞ্চে ।

এ সব অনুষ্ঠান শুধু দেশী দর্শনাথীরাই নয় বিদেশী চিত্রশিল্পী ও পর্যটকরা উপভোগ করে থাকে। বিদেশী অথিতিদের থাকার জন্য এখানে একটি কটেজ রয়েছে। সংগ্রহশালাটি দেখতে প্রতিদিন শতাধিক দর্শনার্থী আসে। ছুটির দিনগুলোতে এ সংখ্যা আরো বেশি। দর্শনার্থীদের জন্য সংগ্রহশালাটি শনিবার-বুধবার প্রতিদিন সাড়ে ১০টা থেকে সাড়ে ৪টা এবং শুক্রবার সাড়ে ৩টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত খোলা থাকে।

বৃহস্পতিবার বন্ধ। প্রবেশমূল্য মাত্র ২ টাকা। এ সংগ্রহশালাকে কেন্দ্র করে এর পাশেই গড়ে ওঠেছে জয়নুল আবেদিন পার্ক। যেখানে বিভিন্ন বয়স ও পেশার মানুষ আসে কলকল রবে বয়ে চলা ব্রহ্মপুত্রের নদের পাশে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগের পাশাপাশি মায়াবি আলো বাতাসে বুকভরে শ্বাস নিতে। ভ্রমনকারীদের জন্য পার্কে রয়েছে বসার সুন্দর বেঞ্চি আর খাবারের জন্য ফাস্টফুডের দোকান।

যোগাযোগের ঠিকানাঃ শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা,মেহেগনি রোড়,সাহেব কোর্য়াটার, ময়মনসিংহ। ফোন-০৯১-৫৪৫৬০. যেভাবে যাবেনঃ ঢাকার মহাখালী থেকে সৌখিন, নিরাপদ কিংবা রাসিক পরিবহনে। ভাড়াঃ ৯০-১০০ টাকা। মাসকান্দা বাসস্ট্যান্ডে পৌঁছে ১৫টাকা রিক্সা ভাড়া দিয়ে সংগ্রহশালায় যাওয়া যাবে। বাসগুলো আধা ঘন্টা পর পর ঢাকা থেকে ছেড়ে আসে।

এছাড়া ঢাকা থেকে তিস্তা, পদ্মা ও যমুনা আন্ত:নগর ট্রেনে ময়মনসিংহে আসা যায়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.