আমাদের কথা খুঁজে নিন

   

আবোল তাবোল

আধারে দেখা বৃত্তান্ত আলোয় প্রকাশ এমন দেশে বাস করি । আবোল তাবোল কথা কাজের সুযোগটাও নেই। সরকার বলে দেবো, কর্মী বলে নেবো। জনগণ না বলে অথবা কোথায় পাবো হাতড়ে মরে। অনেকে বোঝে, নাবুঝ বেশি।

পন্ডিত কম, কিন্তু সুপন্ডিত বেশি। মাথায় রেখে আমের থলে সারা দুনিয়া খুজে মরে। ব্যাংক ব্যালান্সে হিসাব নাই। কাজের সময় টাকা নাই। এমন দেশে বাস করি, সরকার বড় মিথ্যাবাদী, আমলারা করে পুকুরচুরি।

পুলিশ ধরে অসহায়রে, জেল খেটে মরে নিসম্বলে। কথা নয় ঠিক সব। সত্য বললে লোকে বলে, লোকটা আবোল-তাবোল বলে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।