আমাদের কথা খুঁজে নিন

   

আবোল তাবোল

শূন্য হৃদয়ে ডঙ্কা বাজে এ কিসের, জানো কি হে!

স্বপ্ন আছে তাই আমি আছি, স্বপ্ন আছে তাই তুমি আছো ...তারপর. স্বপ্ন আছে তাই সে চলে গেছে, স্বপ্ন আছে তাই নতুন করে স্বপ্ন খুঁজেছে ..... স্বপ্ন নেই তাই আমি হেরে দূরে, স্বপ্ন নেই তাই সে কাছে নেই স্বপ্ন নেই তাই গিয়েছে আপন মনে, স্বপ্ন নেই তাই ঘুরছে একেবেকে ..... স্বপ্ন থাকলে ভালো থাকে মন, স্বপ্নকে নিয়ে তাই অনেক আয়োজন তাই বলে কি... তাই বলে কি স্বপ্ন দেখবে না সে, তাই বলে কি স্বপ্ন দেখবো না আমি স্বপ্ন বলে.... স্বপ্ন বলে সবার কথাই ধরি, স্বপ্ন আছে তাই এটা নিয়েই থাকি। কেমন স্বপ্ন...... আকাশ কুসুম, অবাস্তব, অপার্থিব, অযাচিত, ধারনাহীন, বালুময়, সমুদ্রময়, আবোল তাবোল, ছন্নছাড়া, অর্থহীন, হঠকারী, রগরগে, বিলাসী..আরো মনে হয় আছে কিছু................................ থাক. মনে আসছে না ... স্বপ্নে আছি যে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।