আমি আমার পৃথিবীর রাজা
আমার মন খারাপ। সেটা হতেই পারে। কেন খারাপ? এই প্রশ্নের উত্তর আমি নিজেই জানিনা। হতে পারে আমি জানি কিন্তু বলতে চাই না। আসলে বলার ইচ্ছাই হয় না।
মানুষগুলো আর মানুষ থাকছেনা ভেবে নিজেকেই মাঝে মাঝে চিমটি কাটি। দেখি ব্যাথা লাগে কিনা? মাঝে মাঝে পাই মাঝে মাঝে পাই না। বুঝি না, সমস্যা কোথায়।
ইদানিং বড় বেশি একা মনে হয়। মনে হয় আমার সব কিছুতেই কেমন জানি নৈসঙ্গ।
অথচ চারপাশে মানুষের তুমুল তুফান। সেই মানুষটা, যাকে মন হয় আজো খুঁজছি, কোথায় যে লুকিয়ে আছে তার কোনও সন্ধান পাই না। কেবল স্বপ্ন আর বাস্তবের হিসাব মিলানোর চেষ্টা করি। মেলে না। মিলবে কেমন করে।
যে হিসাব একা একা করা যায় তা দুইজনে মিলে না। দুইজনের হিসাব মিলাইতে হইলে দুইজনই লাগে।
কি সব আবোল-তাবোল বলছি? জানি না। জানার দরকার নাই। থাকুক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।