আমাদের কথা খুঁজে নিন

   

হাটহাজারী

কথা কম, কাজ বেশি!!!! হাটহাজারী বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত একটি উপজেলা।হাটহাজারী উপজেলায় মোট ১৫ টি ইউনিয়ন আছেযথাঃ বুড়িশ্চর, ছিপাতলী, চিকনদণ্ডি, দক্ষিণ মাদার্সা, ধলই, ফতেহপূর, ফরহাদাবাদ, গড়দুয়ারা, গুমান মর্দন, হাটহাজারী, মেখল, মীর্জাপূর, নাঙ্গল মোড়া, শিকারপূর, উত্তর মাদার্সা১৯২৯ সালে হাটহাজারী থানার সৃষ্টি। ১৬০০ সালের দিকে এখানে মগ রাজা মাদ‌-ও‌-মঙ রাজত্ব করতেন। মোগল সেনাপতি শাহ সুজা তাকে পরাজিত করেন। যুদ্ধের সময় শাহ সুজা একটি হাটের কাছে হাজার সৈন্যের সমাবেশ করেন। সেই থেকে হাটহাজারী নামের শুরু।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.