শুক্রবার সকালে সদরঘাট এলাকার হোটেল আল হালিমে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন সদরঘাট থানার ওসি প্রণব চৌধুরী।
এরা হলেন- আবদুল্লাহ, জামিল, জুবায়েদ, ওসমান ও নুর কামাল। এদের বয়স ১৮ থেকে ২৫ বয়সের মধ্যে।
এসময় হাশেম, রবিউল আলম ও আয়েজ নামে কক্সবাজার জেলার তিন বাসিন্দাকেও আটক করা হয়।
মিয়ানমারের নাগরিকরা দালালদের মাধ্যমে অবৈধভাবে সৌদি আরবে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল বলে ধারণা করছে পুলিশ।
ওসি প্রণব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেপ্তারকৃত মিয়ানমারের নাগরিকদের কাছে বাংলাদেশে প্রবেশের বৈধ কোনো কাগজপত্র নেই।
“দালালচক্র তাদের জন্য বাংলাদেশি জাল পাসপোর্ট তৈরি করে বিমানযোগে চট্টগ্রাম থেকে সৌদি আরব পাঠানোর আশ্বাস দিয়েছিল।”
এছাড়া আটক তিন বাংলাদেশি জিজ্ঞাসাবাদে কাজের সন্ধানে চট্টগ্রামে আসার কথা জানালেও এই পুলিশ কর্মকর্তার ধারণা, তারাও অবৈধভাবে সৌদি আরব যেতেই জড়ো হয়েছিলো।
তবে দালালচক্রের কাউকে গ্রেপ্তার করতে না পারলেও মিয়ানমারের নাগরিকদের বিরুদ্ধে মামলা হবে বলে জানান তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।