ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে দুর্যোগ ও জলবায়ু-সংক্রান্ত দুটি বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে। এ বইগুলোতে বাংলাদেশের জলবায়ু ও দুর্যোগের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ব্র্যাক বিশ্ববিদ্যালয় মিলনায়তনে বই দুটির মোড়ক উন্মোচন করা হয়। বই দুটির নাম ‘ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যাপ্রোচেস ইন বাংলাদেশ’ ও ‘ক্লাইমেট চেঞ্জ অ্যাপ্লিকেশন ইন বাংলাদেশ’। বই দুটি প্রকাশ করেছে স্পিঞ্জার পাবলিকেশন।
বইয়ের মোড়ক উন্মোচনের সহযোগী হিসেবে ছিল গ্র্যাজুয়েট স্কুল অব গ্লোবাল এনভায়রনমেন্ট, কিয়েটো বিশ্ববিদ্যালয় এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য প্রফেসর জামিলুর রেজা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘের স্থানীয় সমন্বয়কারী নীল ওয়াকার ও পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব শফিকুর রহমান পাটোয়ারী। অনুষ্ঠানে বইয়ের সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন কিয়েটো বিশ্ববিদ্যালয়ের রাজীব শ’, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ফুয়াদ হাসান মল্লিক, ইউএনডিপির আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আইনুন নিশাত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।