আমাদের কথা খুঁজে নিন

   

সাবাশ ব্র্যাক...ফিরছে হাফসা

আজও নিজের মাঝে অসাধারণতার ছাপ খুঁজে বেড়াই কিন্তু প্রতিবারই নিজেকে খুব সাধারণরূপে আবিষ্কার করি। মন্দ কি...ভালই তো আছি।
ইয়েস নাও ইট ইজ ডান। বহু আলোচনা সমালোচনার জন্ম দেয়ার পর অবশেষে সঠিক সিদ্ধান্তটিই নিতে যাচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। হাফসাকে নিয়ে সৃষ্ট ঘটনার শুরু থেকেই আমরা সাধারণ ছাত্রছাত্রীরা ভিতরে ফুঁসছিলাম।

লাইব্রেরীতে মুক্তমত জরিপের আয়োজনের পাশাপাশি চলছিল সকলের সংঘবদ্ধ প্রয়াস। এরই সূত্র ধরে মাঠপর্যায়ে নানা পরিকল্পনার সঙ্গে ছিল ফেসবুকে গ্রুপ ডিস্কাশন এবং কর্মপন্থা নির্ধারনী। সর্বশেষ "a meeting for hafsa's suspension issue" নামে একটি ইভেন্ট খোলা হয়। রেজিস্টারার ইশফাক এলাহি স্যারের সাথে ইতিবাচক আলোচনার পর পরই আসে সুসংবাদটি। যেটি হল হাফসা খুব শিঘ্রই ক্লাসে জয়েন করতে পারবে।

তার নেকাব পরায় আর কোন বাঁধা রইলো না। খুব তাড়াতাড়ি মহিলা সিকিউরিটি গার্ড নিয়োগ করা হবে। হাফসাকে স্বাগত জানাতে প্রস্তুত ব্র্যাক বিশ্ববিদ্যালয়। আশা করব ব্যাপারটি নিয়ে আর কোন কাদা ছুড়াছুঁড়ি হবে না। ব্র্যাক বারবার বলেছে এবং এখনও বলছে হিজাব তথা কারো রিলিজিয়াস ভ্যিউতে আঘাত করা কখনই প্রতিষ্ঠানটির ইখতিয়ারের মধ্যে পরে না।

সিকিউরিটির খাতিরে সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনাটি প্রকৃত অর্থেই অনাকাঙ্ক্ষিত। খুব শিঘ্রই ব্র্যাক এটি নিয়ে বিবৃতি দিবে আশা করা যাচ্ছে। ভুলে গেলে চলবে না বিশ্ববিদ্যালয় পর্যায়ে সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিরুদ্ধে প্রথম সারি থেকে রুখে দাঁড়ানোর অন্যতম সুতিকাগার হচ্ছে দেশের স্বনামধন্য এই বিশ্ববিদ্যালয়টি। ধন্যবাদ সবাইকে।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.