আমাদের কথা খুঁজে নিন

   

সিলেটে ব্র্যাক ব্যাংকের ৯০ লাখ টাকা ছিনতাই

সিলেটের বন্দরবাজার শাখা থেকে বিশ্বনাথ শাখায় নিয়ে যাওয়ার পথে নগরীর অদূরে লালাবাজার নামক স্থানে ব্র্যাক ব্যাংকের  ৯০ লাখ টাকা ছিনতাই হয়েছে।

রোববার বিকেল সোয়া ৩টায় এ ঘটনা ঘটে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আইয়ুব জানান, একটি প্রাইভেটকারে করে ব্র্যাক ব্যাংকের একটি শাখা থেকে অন্য আরেকটি শাখায় টাকা নিয়ে যাওয়া হচ্ছিলো। গাড়ির সঙ্গে নিজস্ব নিরাপত্তা বা পুলিশ ছিলো না। ঘটনা শুনে সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

জানা গেছে, প্রাইভেটকারটি লালাবাজার পৌঁছা মাত্রই সংঘবদ্ধ ছিনতাইকারী দল প্রাইভেটকার থামিয়ে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্ত‍া বলেন, প্রায় কোটি টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন তারা।

তিনি আরও বলেন, কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই প্রাইভেটকারে করে  শুধুমাত্র একজন অ্যাসিসটেন্ট ম্যানেজার প্রায় কোটি টাকা নিয়ে যাচ্ছিলেন এটাতে একটু সন্দেহ করা হচ্ছে।

তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলেও জানান তিনি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।