আমাদের কথা খুঁজে নিন

   

আফগানিস্তানে ব্র্যাক কর্মকর্তা নিহত

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ঘোর প্রদেশে জঙ্গি হামলায় বাংলাদেশের বেসরকারি সংস্থা ব্র্যাকের একজন বাংলাদেশি কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার পুলিশ এ কথা জানায়। দেশটির বার্তা সংস্থা পাজওক আফগান নিউজে খবরটি প্রকাশিত হয়। ভারপ্রাপ্ত পুলিশপ্রধান কর্নেল মুর্তাজা মুসলেহ বার্তা সংস্থাটিকে বলেছেন, নিহত ব্যক্তির নাম মহিউদ্দিন। ঘোর প্রদেশের রাজধানী চাঘচারানে ব্র্যাকের কার্যালয়ে খুব ভোরে তালেবান জঙ্গিরা অতর্কিতে হামলা চালায়।

তিনি বলেন, সামিউল হক নামের অপর এক বাংলাদেশি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। এ ঘটনায় আহত এক হামলাকারীকে আটক করা হয়েছে। গোয়েন্দা বিভাগের একটি অতিথি ভবন থেকে ব্র্যাকের ওই কার্যালয় প্রায় ৫০০ মিটার দূরে। সামিউল হক বলেন, হামলাকারীরা তাদের আটকে বন্দী সহযোগীদের মুক্তির দাবিতে জিম্মি করতে চেয়েছিল। তিনি বলেন, ‘ব্র্যাক কার্যালয়ের প্রধান ঘটনাস্থলেই নিহত হন।

হামলাকারীরা ভবনে প্রবেশের পর আমি পালিয়ে যেতে সক্ষম হই। ’ তিনি জানান, মহিউদ্দিনের রুমে আফগানিস্তানের একজন কর্মী থাকতেন। তিনি অক্ষত বেরিয়ে যেতে সক্ষম হয়েছেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.