আমাদের কথা খুঁজে নিন

   

ইটালী ভ্রমন বিষয়ক টিপস চাই, মোবাইল ইন্টারনেট সহযোগীতা

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

ইটালী ভ্রমনের টিপস চাই ব্লগে কয়েকবার পোষ্ট দিয়েছি আশানারূপ সহযোগীতাও পেয়েছি । তবে অচেনা জায়গায় যাব তাই তেমন অজ্ঞের মত রিস্ক নিতে চাচ্ছি না । আগে থেকে ইরফরমেশন পেলে সুবিধা হয় । সেখানে বাজার সদাই বিশেষ করে কাপড় চোপড় বা ইলেকট্রনিক্স জিনিস কি আশে পাশের দেশ জার্মান , অস্ট্রিয়া থেকে কি সস্তা হবে ? কোন বিশেষ স্পট আছে । সস্তা বাজার সদাই এর ? আমি থাকব তোরিনোতে ।

সেখানে রোম এ আর ভেনেস এ ঘুরে আসব । একজন অনলাইনে টিকেট কেনার কথা বলেছেন ইটালীর অভ্যন্তরে ট্রেনের টিকেটে ভ্রমনের জন্য । কিন্তু আমার ক্রেডিট কার্ড নাই । তো অনলাইনে টিকেন কাটব কিভাবে ? অন্য কোন সস্তা উপায় আছে , যদি অনলাইনে ক্রয় করতে না পারি ? আর সেখানে প্রাথমিক যোগাযোগের জন্য মোবাইল সিম নিব . কোন কোম্পানীর প্রিপেইড হলে ভাল হবে ? থাকব ১ কি ২ সপ্তাহ আর ল্যাপটপ ইন্টারনেট এর জন্য কোন কোম্পানী ভাল হবে ? ২ সপ্তাহ সর্বোচ্চ থাকব ইটালীতে । ইন্টারনেট একটু বেশী গুতাই আরিক তাই ১০ ১৫ গিগা লাগবে ।

আর আমার মডেম হিসেবে ৫২২০ নোকিয়ােক ব্যবহার করতে চাচ্ছি হবে তো ? ৫২২০ নোকিয়াকে মডেম হিসেবে ব্যবহার করব কিভাবে ? আর বিশেষ স্পট তুরিনো, ভেনিস আর রোম এর দিলে ভাল হয় । সুযোগ পেলে মিলানোতে যাব .. আচ্ছা সিসিলিতে যেতে আসতে কত খরচ আনুমানিক পড়তে পারে ? আর কি না দেখলে ইটালি দেখা হবে না ? ইটালিতে কোন খাবার না খেলে ভোজনই পূর্ণ হবে না ? আমি ওয়াইন টোয়াইন খাই না, কেউ যেন আবার মজা করে তাদের তালিকা না দিয়ে বসেন আর তুরোনিতে বাস ট্রাম এ ঘুরতে সরকারী বাসের দাম কত পড়বে ঘন্টা প্রতি ? আর তুরিনো থেকে সমুদ্র উপকূলে ঘুরে যেতে আসতে কত সময় আর খরচ পড়তে পারে ? আর সেখানে থাকতে চাইলে ? অগ্রিম ধন্যবাদ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।