সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে
যখন কেবল অথৈই আঁধার
সম্ভাবনা পথ হারাবার
তখন কেবল সঙ্গী দীপের আলো।
গহীন রাতে পথ চিনিনা
একলা চলি সঙ্গী বিনা
প্রদীপ জ্বলে দূর করে সব কালো।
জ্বলে জ্বলে সলতেটা শেষ
ছাই দহনে রয়না রেশ
অন্ধকারে মিটমিটে সে আলো
রেখে যায় কিছু কালো।
জ্বলে জ্বলে সলতেটা একদিন নিবে যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।