আমার চোখে বর্তমান...
আমি মনে হয় একটু বেশীই আশা করি সবসময়। প্রতিটি দিনই আমি ভাবি আজকে নিশ্চয়ই রাজনৈতিক সমস্যা গুলোর সমাধান হবে। কিন্তু হায়, কখনোই তা হয় না।
২৯ তারিখের বিরোধী দলের কর্মসূচী নিয়ে আমি আবারো আতংকিত। এবার না জানি কি হয়? হেফাজতের আজকের সমাবেশ হয়নি।
কিন্তু ২৯ তারিখ যদি হেফাজত সহ সবগুলো সহিংস গ্রুপ ঢাকায় চলে আসতে চায় তাহলে তো কেয়ামত লেগে যাবে।
আমি এখনো দোয়া করি, হাসিনা আবার গন মাধ্যমকে সামনে রেখে খালেদাকে ফোন করেন। নির্বাচন ১ মাসের জন্য পিছিয়ে দেন। খালেদাকে রাজি করান নির্বাচনে অংশ নিতে। নিজে প্রধান মন্ত্রীর পদ ছেড়ে দিয়ে রাস্ট্রপতিকে বা স্পীকারকে বা মতিয়া চৌধুরীকে বসান।
এ এক মাসের মধ্যে সবগুলো ফাসিঁর রায় কার্যকর করেন।
একই সংগে দোয়া করি, খালেদা জামাতকে ছেড়ে দিয়ে জনগনকে নিয়ে আন্দোলন করেন। নির্বাচনে অংশ নেন।
আমি আরো দোয়া করি, সাধারন মানুষ নিজেদের জানমালের নিরাপত্তার দাবীতে সোচ্চার হোক। তারা দুই দলকেই শান্তি পূর্ন রাজনৈতিক সমাধানের জন্য চাপ দিক।
জনগন চাইলে সবই হবে। একটু আগে বা পরে এই যা।
জয় বাংলা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।