© এই ব্লগের কোন লেখা আংশিক বা সম্পূর্ণ আকারে লেখকের অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ করা যাবে না।
এই সময় ঢং করন ভালা না ।লাদেন মইরা গেছে,তাই ওহন হুমায়ুন আহমেদ আর জাফর ইকবাল সাহেবদের দম ফালাইন্যার টাইম নাই।নেক্সট বইমেলাতে যেমনেই হোক অন্তত ২০ টা করে বই ছাপানো দরকার।এমুন চান্স ছাড়ে কে??
তয় কি হইতে পারে সেইসব ব্ইয়ের নাম? আহেন আমরা অনুমান কইরা লই,তেনাদের বইয়ের নামসমূহ (দয়া কইরা সবকটার নামই পড়িবেন)---
প্রথমেই আসি, হুমায়ুন চাচার বেলায়,
আজ দুপুরে লাদেনের নিমন্ত্রন
লাদেনপুর
আমার আছে লাদেন
লাদেন এবং আমরা
আমিই বিন লাদেন
লাদেনের গান
আঙ্গুল কাটা লাদেন
বাঘবন্দী বিন লাদেন
লাদেনবিলাস
লাদেন ও মেঘমালা
চাঁদের আলোয় কয়েকজন লাদেনভক্ত
লাদেনটা
চোখে আমার লাদেন
চলে যায় লাদেনের দিন
লাদেনের দ্বীপ
আজ লাদেনের বিয়ে
দুই লাদেন
এবং লাদেন
এই মেঘ এই লাদেন
আজ লাদেন কোথাও যাবে না
এই লাদেন এই
লাদেন রিমান্ডে
লাদেনের দ্বিতীয় প্রহর
লাদেনের একান্ত সাক্ষাতকার
লাদেনের হাতে কয়েকটি নীলপদ্ম
লাদেনের রুপালী রাত্রি
হলদে লাদেন কালো র্যাব
লাদেন সাহেবের পৃথিবী
লাদেন কথা কয়
কোথাত্ত লাদেন নেই
লাদেন মিয়া
লাদেন বলছে যাব যাব
লাদেনের মন ভালো নেই
লাদেন আসে ধীরে
লাদেন যাচ্ছে বনে
লাদেনের নীল তোয়ালে
লাদেনের পরশমনি
লাদেনাক্ষী
বিন লাদেনের চশমা
এইবার দেখি,জাফর চাচা কি কি ছাপাইবেন,
আমিই লাদেন
আমার বন্ধু লাদেন
লাদেন নাম্বার টু
কপিট্রনিক লাদেনের সুখ দুঃখ
হাত কাটা লাদেন
লাদেনের দিনরাত্রি
লাদেনিক রূপান্তর
লাদেনের জগত
লাদেন বায়োবট
টুকি,ঝাঁ এবং লাদেনের দুঃসাহসিক অভিযান
লাদেনের সন্ধানে
ল আকারে দ একারে দন্ত্য ন (অরিজিনাল বই: ৯৯০৩)
প্রজেক্ট লাদেন
আধ ডজন লাদেন
রাজু ও লাদেনের ভূত
লাদেন ও তার বন্ধুরা
আধুনিক লাদেনের গল্প
লাদেনাপ্পু
মেয়েটার নাম লাদেন না
লাদেনের হাহাকার
লাদেন একটি গ্রহের নাম
মায়েরে বাপ!!!! এত্তো বই তো কিনন যাইবো না।তয় আমি ঠিক কইরছি,এমুন নামের বই যদি সত্যই বাইর হয় তবে আমি অন্তত গুইনা গুইনা ১০খান বই কিনুম।হুমায়ুন চাচার আমার আছে লাদেন,চাঁদের আলোয় কয়েকজন লাদেনভক্ত,এই লাদেন এই,লাদেন কথা কয়,কোথাও লাদেন নেই,লাদেন বলছে যাব যাব,লাদেন আসে ধীরে আর লাদেনের পরশমনি হইলো ফার্স্ট চয়েস।আর জাফর চাচারগুলা হইলো আমার বন্ধু লাদেন, লাদেন নাম্বার টু, টুকি,ঝাঁ এবং লাদেনের দুঃসাহসিক অভিযান, ল আকারে দ একারে দন্ত্য ন (অরিজিনাল বই: ৯৯০৩), লাদেনাপ্পু আর মেয়েটার নাম লাদেন না।
আপনারা কি কি কিনবেন ঠিক কইরা লন।
**বিশেষ কৃতজ্ঞতা: খুব স্পেশাল একজনকে,যার মাথা থেকে ১ মিনিটের মধ্যে এগুলার বেশ কয়েকটার নাম অফিসিয়ালি রিলিজ পাইছে......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।